জুমবাংলা ডেস্ক : ব্রেস্ট (স্তন) ক্যান্সারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য চেয়েছিলেন ছুটি। কিন্তু পেলেন বরখাস্তের আদেশ। এমন দাবি করেছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পরিবার কল্যাণ সহকারী জেসমিন আরা খাতুন। তার দাবি, মিথ্যা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।
তবে কর্তৃপক্ষ বলছেন, বিনা ছুটিতে ২১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় উপজেলার পরিবার কল্যাণ সহকারীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগও রয়েছে।
পরিবার কল্যাণ সহকারীর নাম জেসমিন আরা খাতুন উপজেলার কাপাশহাটিয়া ২/খ ইউনিটে কর্মরত। মঙ্গলবার খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক সৈয়দ রবিউল আলম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়েছে, পরিবার কল্যাণ সহকারী জেসমিন আরা খাতুন দীর্ঘদিন কর্মস্থলে অনুপিস্থিত, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ, বিনা অনুমতিতে ভারতে যাওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য উপস্থাপন করে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ সব বিষয়ে তার বিরুদ্ধে দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জেসমিন আরা খাতুন বলেন, ‘আমি ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে গুরুতর অসুস্থ। ঢাকায় চিকিৎসা করে তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকরা তাকে ৮টি কেমোথেরাপি নিতে বলেছেন। ফলে চিকিৎসার জন্য একাধিকবার উপজেলা ও জেলা কর্মকর্তার কার্যালয়ে ছুটির জন্য গেলেও তারা ছুটি দেননি। গত ২৪ ডিসেম্বর উপজেলা কর্মকর্তার কাছে পাঁচ দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন করেছিলাম। তবে ছুটি দেওয়া হয়নি। পরে ছুটির জন্য জেলা কর্মকর্তার কাছেও আবেদন করে ছুটি পাইনি। এখন মিথ্যা অভিযোগে বরখাস্ত করা হয়েছে।’ তিনি ন্যায়বিচার পাননি বলে দাবি করেন।
উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছরিন বলেন, ‘জেসমিন কখনও ছুটির জন্য আবেদন করেননি। বিনা ছুটিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় জেলা কার্যালয় থেকে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল। কমিটির প্রতিবেদন অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। এতে আমার কোনো হাত নেই।’
তদন্ত কমিটির প্রধান ও কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল বারী বলেন, এখনও তদন্ত চলছে। শেষ না হওয়া পর্যন্ত কোনো তথ্য দেওয়া যাবে না।
ভ্যালেন্টাইনসে প্রিয়জনকে নতুন ফোন গিফ্ট দিতে চান, কম বাজেটে এই Oppo ফোনই সেরা
এ বিষয়ে উপজেলা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়ে ফোন কেটে দেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মোজাম্মেল হক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।