সাইকেলের চেন পেঁচিয়ে মারতে চেয়েছিলেন অভিনেতাকে!

কৌশিক বন্দ্যোপাধ্যায়

বিনোদন ডেস্ক : তখনও টেলিভিশন আসেনি, সেসময় বাবার হাত ধরে সিনেমায় এসেছিলেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। নানা চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু, একবার তার সঙ্গে যা হয়েছিল, তিনি নিজেই যেন বিশ্বাস করতে পারেননি।

কৌশিক বন্দ্যোপাধ্যায়

স্টেজ শো করতে গিয়েই বিপদে পড়েছিলেন অভিনেতা। সঙ্গে সহঅভিনেত্রী হিসেবে ছিলেন তার সহ-ধর্মিণী লাবনী। সম্প্রতি সৌরভ গাঙ্গুলির দাদাগিরি অনুষ্ঠানে এসে সেদিনের ঘটনার প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘মনে আছে, স্টেজের ওপর লাইট খুব কম ছিল। কোনও একটা কারণ হবে হয়তো। আমি অভিনয় করতে গিয়ে লক্ষ্য করলাম, অনুভব করলাম যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। থাকার কথা নয়। হঠাৎ আমি পেছনে ঘুরতেই দেখলাম একজন ভদ্রলোক সাইকেলের চেন নিয়ে দাঁড়িয়ে আছে, আমার গলায় প্যাঁচ দেবে বলে।’

৩৭ দিন ধরে ভেন্টিলেশনে বর্ষীয়ান অভিনেতা, অবস্থা সঙ্কটজনক৩৭ দিন ধরে ভেন্টিলেশনে বর্ষীয়ান অভিনেতা, অবস্থা সঙ্কটজনক
এখানেই শেষ না। এমন অবস্থা দেখে রীতিমতো থমকে যান অভিনেতা, সুযোগ বুঝেই আগে তার গায়ে হাত দেন। তাকে থামানোর চেষ্টা করেন। বললেন, ‘আমি তো অবাক। আগে থিয়েটার বন্ধ করলাম। তারপর, তাকে পুলিশ এসে ধরল। তো, এই যে বিষয়গুলো, একটু নেগেটিভ চরিত্রের কারণেও হত।’

বাঁদরে নিল মিমির সানগ্লাস, কীভাবে ফেরত পেলেন? দেখুন ভিডিও

প্রসঙ্গত, একসময় বাংলা সিনেমায় ভিলেনদের মধ্যে অন্যতম ছিলেন কৌশিক। বর্তমানে তাকে ধারাবাহিকেই বেশি দেখা যায়। যোগমায়া ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে।