আলিয়া নয় অন্য এক অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলাম: রণবীর কাপুর

রণবীর কাপুর আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ক্যারিয়ারের অন্যতম আনন্দের দিন ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওই দিন আলিয়ার পাশেই ছিলেন তার স্বামী বলিউড অভিনেতা রণবীর কাপুর। তাদের গভীর প্রেমের খবর বি-টাউনের সবারই জানা। কিন্তু আপনি কি জানেন? আলিয়াকে বিয়ের আগে বলিউড প্রযোজক করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ অংশ নিয়ে রণবীর বলেছিলেন, আলিয়া ভাটকে নয়, অন্য এক অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি।

রণবীর কাপুর আলিয়া

অভিনেতা রণবীর কাপুর ( বামে) বলেছিলেন, আলিয়া ভাটকে নয়, অন্য এক অভিনেত্রীকে বিয়ে করতে চান তিনি। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেন আলিয়া ভাট। আলিয়া যখন ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছিলেন তখন দর্শক সারিতে বসে ছবি তুলছিলেন রণবীর।

সে ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সঙ্গে ছড়িয়ে পড়ে আরও একটি পুরনো ভিডিও। আর ওই ভিডিওতে দেখা যায়, রণবীর কাপুর বলেছিলেন, কোন অভিনেত্রীকে তার বিয়ে করার ইচ্ছা।

প্রযুক্তিপ্রেমীদের আগ্রহকে উজ্জীবিত করতে স্যামসাং স্মার্টফোনে ২৮ হাজার টাকা পর্যন্ত ছাড়

ঘটনার সূত্রপাত করণের প্রশ্ন থেকে। আনুশকা শর্মা, আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্দেজ– এই তিনজনের মধ্যে কাকে বিয়ে করবেন রণবীর? করণের এমন প্রশ্নে কোনও কিছু না ভেবেই অভিনেতা বলেছিলেন, আনুশকাকেই বিয়ে করবেন। আলিয়া আর জ্যাকলিনের সঙ্গে হুকআপ মানে মিছেমিছি প্রেম। কিন্তু শেষ পর্যন্ত আলিয়ার সঙ্গে প্রেম করে তাকেই বিয়ে করলেন রণবীর।

পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন আলিয়া-রণবীর। তারপর সম্পর্কে ছিলেন টানা ৫ বছর। অবশেষে ২০২২ সালের ১৪ এপ্রিল আলিয়াকেই বিয়ে করেন রণবীর। বর্তমানে তাদের সংসারে রয়েছে ফুটফুটে একটি কন্যা সন্তান।