বিনোদন ডেস্ক : হৃতিক রোশন ও কিয়ারা আদভানি অভিনীত ‘ওয়ার ২’নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বলিউড অভিষেক হতে চলেছে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরের; যা সিনেমার বড় চমক। দর্শকদের এ জল্পনা- কল্পনা চলার মাঝেই সিনেমাটি বড় রেকর্ড গড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ৭৫০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ‘ওয়ার ২’। ভারতে এত সংখ্যক স্কিনে এর আগে কোনো সিনেমা মুক্তি পায়নি।
ছয় বছর আগে মুক্তি পাওয়া সিনেমা ‘ওয়ার’ এর চেয়ে এ সিনেমার সিক্যুয়াল ‘ওয়ার ২’ নিয়ে বেশি প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের। এ প্রসঙ্গে নির্মাতা অয়ন মুখার্জি বলেন, বক্স অফিসে ‘ওয়ার’ সিনেমার আয় ছিল ৪৭৫ কোটি। এবার এর সিক্যুয়ালের আয় আরও বেশি আকাশ ছোঁয়া হবে বলে আশা করছি।
‘ওয়ার টু’ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি। সিনেমার ট্রেলারে হৃতিক রোশানের অ্যাকশন লুক, জুনিয়র এনটিআর-এর নতুন ঝলক আর কিয়ারার লাস্যময়ী উপস্থিতি মন জয় করে নিয়েছে দর্শকের। ভারত-পাক সংঘাতের আবহে নির্মিত সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে।
২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে বাজিমাত করবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। ওয়াইআরএফ ফ্র্যাঞ্চাইজির হাই-অক্টেন অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।