‘ঐতিহাসিক রুশ ভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে’

ইউক্রেন রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আরও অনেক অঞ্চলই রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়া হবে এবং ইউক্রেনের কাছ থেকে ঐতিহাসিক রুশ ভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। এমনটাই বলেছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। গতকাল শনিবার ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার এক বছর পূর্তির দিনে এই মন্তব্য করেন মেদভেদেভ।

ইউক্রেন রাশিয়া

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, মেদভেদেভ যোগাযোগমাধ্যম টেলিগ্রামের নিজস্ব চ্যানেলে এসব লেখেন। তিনি বলেন, ‘গত বছর চারটি অঞ্চলের বাসিন্দারা গণভোটে অংশ নেন এবং নিজের পিতৃভূমির সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।’ মেদভেদেভ আরও লেখেন, ‘এই সিদ্ধান্ত কেবল রাশিয়ার জনগণের ব্যাপক ইচ্ছা, ত্যাগ ও ঐক্যের নিদর্শনই নয়, একই সঙ্গে এটি ঐতিহাসিক ন্যায়বিচারের পুনর্জাগরণও।’

মেদভেদেভ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত কিয়েভের বর্তমান সরকার ধ্বংস না হয় এবং শত্রুদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ঐতিহাসিক রুশ ভূমি পুনরুদ্ধার না করা সম্ভব হয়, ততক্ষণ পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চলতে থাকবে।’ তিনি আরও বলেন, ‘জয় আমাদের হবেই এবং শিগগিরই রাশিয়ার সঙ্গে আরও নতুন অঞ্চল যুক্ত হবে।’

এর আগে রাশিয়া-সমর্থিত কর্মকর্তারা ২০২২ সালের ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে গণভোট আয়োজনের ঘোষণা করে। এই চার অঞ্চল ইউক্রেন ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ, যা ইউরোপের দেশ হাঙ্গেরির সমান এলাকা। গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতার দাবি করে সেখানকার প্রশাসন।

অচল হওয়া থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র সরকার

পরে গত বছরের ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের ওই চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ বলে ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সে বছরের অক্টোবরের ৩ তারিখে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত করার চুক্তি অনুমোদন করে রাশিয়ার পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দ্য স্টেট ডুমা সর্বসম্মতিক্রমে চুক্তি অনুমোদন করে।