ওয়ার্নার টানা সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে

ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : ওয়ার্নার উড়ছেন, উড়ছে অস্ট্রেলিয়াও। পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ১৬৩ রানের পর আজ নেদারল্যান্ডসের বিপক্ষেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন অজি এই তারকা ওপেনার। মাত্র ৯১ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি তুলে নিলেন।

ওয়ার্নার

‘বুড়ো হাড়ে ভেলকি’ দেখাচ্ছেন ওয়ার্নার। তার ব্যাটে ভর করে শনি কাটছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদেরও। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হারের ধাক্কা সামলে টানা জয়ে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। আজ ডাচদের বিপক্ষে ওয়ার্নারের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে তারা।

অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি ওয়ার্নার। লগান ভ্যান ভিকের বলে আরিয়ান দত্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে করেছেন ৯৩ বলে ১০৪ রান।

এদিকে, সেঞ্চুরির পথে একাধিক রেকর্ডও গড়েছেন ওয়ার্নার। চতুর্থ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা সেঞ্চুরি পেলেন তারকা এই ওপেনার। এছাড়া ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড ৬টি সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছুয়েছেন তিনি। ৭টি সেঞ্চুরি করে শীর্ষে আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

যে ৭ দেশের জন্য বিনামূল্যে পর্যটন ভিসা চালু করলো শ্রীলঙ্কা

সবচেয়ে কম সময়ে ২২তম সেঞ্চুরি তুলে নেওয়ার দিক থেকে ওয়ার্নার আছেন তৃতীয় অবস্থানে। তার লেগেছে ১৫৬ ইনিংস। এছাড়া ১২৬ ইনিংসে ২২তম সেঞ্চুরি করেছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটার হাশিম আমলা। আর ভারতীয় তারকা বিরাট কোহলির লেগেছিল ১৪৩ ইনিংস।