আন্তর্জাতিক ডেস্ক : অ্যাপল ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে কানাডা ভিত্তিক একটি ডিজিটাল ওয়াচডগ। বৃহস্পতিবার অ্যাপলে ইসরায়েলি কোম্পানি এনএসও-র সঙ্গে যুক্ত স্পাইওয়্যার শনাক্ত হওয়ার পর এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
Advertisement
এক বিবৃতিতে ওয়াচডগটি জানিয়েছে, ওয়াশিংটনের এক অ্যাপল ব্যবহারকারী এনএসও’র পেগাসাস স্পাইওয়্যারের কবলে পড়েছে। তাই সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। অসতর্কতার কারণে ব্যক্তিগত সকল তথ্য চুরি হয়ে যেতে পারে।
ডিজিটাল ওয়াচডগের মতে, ভুক্তভোগীর অজান্তেই আইওএসের সর্বশেষ সংস্করণ (১৬.৬) চালিত আইফোন ডিভাইসগুলো স্পাইওয়্যারের সঙ্গে আপোস করে।
সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের উপর নজরদারিসহ নানা অপব্যবহারের অভিযোগে ২০২১ সাল থেকে ইসরায়েলি সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।