জুমবাংলা ডেস্ক : বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বিরাজ করছে। বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় সারা দেশে ক্রমেই বাড়ছে গরমের তীব্রতা। এমন আবহাওয়ায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (৮ মে) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়, বর্তমানে খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি দেশের অনেক স্থানে বিস্তার লাভ করতে পারে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের কিছু এলাকায় এই তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।
এদিকে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিফাত বন্যার বিস্ফোরক স্ট্যাটাস : ‘শামীমকে জুতাপেটা করতে চাইছিলাম’
অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারা দেশের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।