সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলার পাঁচটি নির্ধারিত স্থানে অনুমোদিতভাবে বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। এই বালুমহালগুলোর নির্ধারিত সীমার বাইরে থেকে কেউ বালু উত্তোলন করলে, তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩’ এবং ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১’ অনুযায়ী পাঁচটি নির্ধারিত বালুমহাল নির্ধারিত সীমারেখার মধ্যে ইজারা প্রদান করা হয়েছে।
এই ইজারাকৃত বালুমহালগুলো হলো:
১. চামটা-পৌলী-বিলবড়িয়াল বালুমহাল
২. তরা-‘ক’ বালুমহাল
৩. রাহাতপুর বালুমহাল
৪. তেওতা বালুমহাল
৫. লেছড়াগঞ্জ বালুমহাল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, কিছু অসাধু ব্যক্তি বালুমহালের সীমার বাইরে বালু উত্তোলনের জন্য সরকারের অনুমোদন রয়েছে বলে গুজব ছড়াচ্ছে, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধুমাত্র বৈধভাবে ইজারা নেওয়া ব্যক্তিরাই নির্ধারিত সীমানার ভেতরে বালু উত্তোলনের অধিকার রাখেন। অন্য কেউ যদি বালু উত্তোলনের কাজে যুক্ত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন।
উল্লেখ্য, এর আগে গত ১০ জুলাই যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে ‘যমুনায় অবৈধ বালু উত্তোলন, হুমকিতে সাত শতাধিক মানুষের বসতভিটা’ শিরোনামে জুমবাংলায় সংবাদ প্রকাশিত হয়। সেসময় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।