আন্তর্জাতিক ডেস্ক : ভারতে স্যামসাংয়ের পর অ্যাপল পণ্যের ওপর নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) ইনডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিএআরটি-ইন) জানায়, একাধিক ঝুঁকিতে রয়েছে অ্যাপলের ডিভাইস। যার কারণে ডিভাইসের নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বেহাত হতে পারে ব্যবহারকারীর তথ্য-উপাত্ত। খবর এনডিটিভি।
এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, অ্যাপল পণ্যে একাধিক দুর্বলতা পাওয়া গেছে। এসব পণ্যে সহজেই অনুপ্রবেশকারীরা এক্সেস নিতে পারে। তারা সংবেদনশীল তথ্যে প্রবেশের পাশাপাশি বিভিন্ন কোড চালু ও নিরাপত্তা বিধিনিষেধ এড়ানোসহ নানা ধরনের ক্ষতি করতে পারে।
সতর্কতার আওতায় রয়েছে আইওএস. আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস, ওয়াচএস ও সাফারি ব্রাউজার।
এর আগে গত ১৩ ডিসেম্বর স্যামসাংয়ের গ্যালাক্সি ফোনের ওপর একই ধরনের সতর্কতা জারি হয়। সেখানে বলা হয়, কিছু দুর্বলতার কারণে এ ধরনের ডিভাইসে সহজেই অনুপ্রবেশকারীরা এক্সেস নিতে পারে। তখন ঝুঁকি বিষয়ে দ্রুত সাড়া দেয় স্যামসাং। তারা জানায়, আপডেটের মাধ্যমে সমস্যা ফিক্স করা যাবে। ওই ঝুঁকির আওতায় রয়েছে অ্যানড্রয়েড ১১ থেকে ১৪ সংস্করণ ব্যবহৃত হয় এমন স্যামসাং মোবাইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।