লাইফস্টাইল ডেস্ক: মার্কিন বিনিয়োগ ব্যবসায়ী ওয়ারেন বাফেট বিশ্বের শীর্ষধনীদের একজন। তিনি তার সাফল্যের গোপন রহস্যগুলো প্রকাশে কখনোই দ্বিধা করেন না। বিনিয়োগকারীদের প্রতি তার বার্ষিক প্রতিবেদনগুলো ব্যক্তিগত জীবন থেকে শেখা সহজ-সরল বিনিয়োগ জ্ঞানে পূর্ণ থাকে। যেগুলো ব্যবহার করে আপনি ২০২২ সালে আরো সফল একজন বিনিয়োগকারী হতে পারবেন।
১. মানের দিকে বেশি গুরুত্ব দেওয়া
তিনি মনে করেন, সাধারণ হীরার মালিক হওয়ার চেয়ে বরং হোপ ডায়ামন্ডের সামান্যতম মালিকানাও ভালো। হোপ ডায়ামন্ড হলো ৪৫ ক্যারেটের অতি মূল্যবান নীল হীরা, যা খুব কমই আছে পৃথিবীতে। এই হিরা কিনতে পাওয়া যায়না। যা শুধু যাদুঘরে প্রদর্শনীতে থাকে। ফলে সাধারণ কোনো হীরার পুরো মালিকানার চেয়ে এর সামান্যতম অংশের মালিকানাও ভালো। আর এ কারণেই ওয়ারেন বাফেট ভালো ভালো কম্পানিতে স্বল্প পরিমাণে হলেও বিনিয়োগ করেন।
২. যে কোন অনিশ্চয়তা মেনে নিতে হবে
তিনি বলেন, আমি শুধু জানতে চাই কোথায় আমার মৃত্যু হবে, যাতে আমি সেখানে যাওয়া এড়িয়ে চলতে পারি। কৌতুকটিতে এই বিষয়েরই প্রকাশ ঘটছে যে, এমনকি ওয়ারেন বাফেটও যখন স্টক কেনেন তিনিও জানেন না ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে। জীবনের বেশিরভাগ জিনিসের মতোই স্টক সম্পর্কেও কোনো পূর্বানুমান করা সম্ভব নয়। আপনার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও এমন কিছু অনুমানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে যা ফলপ্রসু নাও হতে পারে।
৩. নগদ অর্থই রাজা
ওয়ারেন বাফেটের নগদ অর্থের মজুদ কিংবদন্তীতূল্য। এর ফলে অনেক সময় তার আয় কম হয় কিন্তু বাজার টালমাটাল থাকে তখন এই মজুদ তাকে রক্ষা করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই মজুদ তাকে পদক্ষেপ গ্রহণ এবং যখন দর ঠিক থাকে তখন কিনতে সহায়তা করে। এটি এমন একটি জয়ের সমীকরণ যা নির্দেশ করে যে সকল বিনিয়োকারীরই উচিৎ তাদের নগদ কিছু অর্থ মজুদ রাখা।
৪. নিষ্ক্রিয় হয়ে বসে না থেকে পদক্ষেপ গ্রহণ করা
নতুন কোনো ধারণা পেলে ওয়ারেন বাফেট দেরি না করে তা কাজে লাগানোর চেষ্টায় লেগে যান। তিনি স্বীকার করেন যে, তিনি হয়তো প্রতিবারই সঠিক নাও হতে পারেন কিন্তু তিনি বিশ্বাস করেন যে, নিষ্ক্রিয় হয়ে বসে না থেকে পদক্ষেপ গ্রহণ করলে কোনো সুযোগের সম্ভাবনা উপলব্ধি করা যায়। আর চুড়ান্ত বিচারে পদক্ষেপ গ্রহণের আত্মবিশ্বাস থাকা অধ্যাবসায় করার মতোই গুরুত্বপূর্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।