বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : পরিবার, বন্ধুমহল কিংবা জীবনসঙ্গী, এখন বাসায় বসে সিনেমা দেখা জমে উঠে সবার সঙ্গে। থিয়েটারের থেকে ভিন্ন তথা হোমলি পরিবেশে আয়োজন করে আসর জমাতে পারলে ব্যস্ত জীবন থেকেও রেহাই পাওয়া যায়। আসর জমানোর জন্য কী সিনেমা দেখা হবে সে সিদ্ধান্ত নেয়ার পরই প্রয়োজন হয় বাসায় থাকা কিছু মুখরোচক খাদ্য সামগ্রীর পাশপাশি অন্যান্য অনুষঙ্গ, যা দিতে পারে সিনেমা হলের চেয়েও বাড়তি মনোরঞ্জন।
ঘরে বসেই প্রাণবন্ত সিনেমা উপভোগ করার জন্য যা যা করতে হবে দেখে নেয়া যাক একনজরে:
বিছানা কিংবা সোফায় বসে সিনেমা দেখার গতানুগতিকতা থেকে বের হয়ে, কার্পেটের ওপর বিছানার চাদর বিছিয়ে তাতে কয়েকটি ছোট বড় বালিশ ছড়িয়ে দিয়ে আরামদায়ক আসন তৈরি করা যায়। কার্পেট না থাকলে সেক্ষেত্রে মোটা কম্বল ব্যবহার করা যেতে পারে। হাতের নাগালে থাকলে নেক পিলো হতে পারে আরও আরামদায়ক।
বাসায় থাকা ল্যাম্পলাইট, ইনডোর প্ল্যান্ট, ক্যান্ডেল স্ট্যান্ডকে আসনের পাশ দিয়ে দাঁড় করিয়ে দিলেই একটি মনোরম পরিবেশ তৈরি হয়ে যাবে। স্ক্রিন হোক ছোট বা বড় এর চারপাশ দিয়ে স্ট্রিং লাইট, মরিচ বাতি ঝুলিয়ে আসনটিকে আমুদের সঙ্গে নান্দনিকও বানানো যায়।
বাসায় সিনেমা দেখার আসর তৈরিতে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় স্ন্যাকিংয়ের ক্ষেত্রে। পপকর্নের গন্ডি থেকে বের হয়ে ঐচ্ছিকভাবে বাছাই করা যায় নানা রকমের খাবার। যেমন- চিপস, বিস্কুট, কাপকেক, বিভিন্ন ভাজাপোড়া (সিঙ্গারা, সমুচা, পাকোড়া, স্প্রিং রোল, চিকেন ফ্রাই)। বাইরে থেকে পিৎজা আনার মতো বিলাসিতা থেকে কিছু না পারলেও মুড়ি-চানাচুর ,বাদাম ভাজা, ফল দিয়েও মুভি স্ন্যাকিং মিটমাট করা সম্ভব হয়।
পানীয় হিসেবে মিল্কশেক, লেমনেডের ব্যবস্থা করা যায়। সবগুলো খাবার আসরের সামনে ছোট টেবিলে বা ট্রেতে সাজিয়ে হাতের নাগালে রাখাটাই শ্রেয়।
থিয়েটারে গিয়ে সিনেমা দেখা যদি সময় সাপেক্ষ, ব্যয়বহুল কিংবা একঘেয়েমির মনে হয় তাহলে উপরের উপায়গুলো চেষ্টা করে দেখা নিরর্থক হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।