একজনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ৫ জনের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় একটি খাদে পড়ে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

মুম্বাইসংলগ্ন ডম্বিভালির কাছে সন্দাপ গ্রামে শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

গ্রামবাসী জানান, গ্রামের পানির অভাব থাকায় ওই পরিবারটি খাদের পানিতে কাপড় ধুতে গিয়েছিল। দুই নারী কাপড় ধুচ্ছিলেন।

প্রতীকী ছবি

এ সময় এক শিশু পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বাকিরা পানিতে ঝাঁপ দেন এবং পাঁচজনই ডুবে যান।

মৃতরা হলেন— মীরা গায়কোয়াদ (৫৫), তার ছেলের বউ অপেক্ষা (৩০) এবং তিন নাতি-নাতনি ময়ুরেশ (১৫), মোকশা (১৩) ও নিলেশ (১৫)।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ডম্বিভালি থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করা হয়েছে।

চলন্ত বিমানের জরুরি দরজা খুলে ডানায় পৌঁছলেন যাত্রী! অত:পর