বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ। প্রতি মাসে ২০০ কোটি মানুষ সক্রিয় থাকে মেটার মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করায় মেসেজ আদান-প্রদানে হোয়াটসঅ্যাপ নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। শুধু তাই নয় ব্যবহারকারীদের এনক্রিপটেড মেসেজ হোয়াটসঅ্যাপ নিজেও দেখতে পারে না।
এছাড়া ব্যবহারকারীদের মেসেজ নিজেদের সার্ভারে সংরক্ষণ করে না হোয়াটসঅ্যাপ, ফলে সার্ভার হ্যাকড্ হলেও ব্যবহারকারীর ডেটা বেহাত হওয়ার কোনো সুযোগ নেই। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের হোয়াটসঅ্যাপ মেসেজ বা ডেটার ব্যাক-আপ রাখার জন্য অ্যান্ড্রয়েড বা আইওএস ভিত্তিক ক্লাউড সার্ভিস ব্যবহার করতে পারেন।
হোয়াটসঅ্যাপের আকাশছোঁয়া জনপ্রিয়তার পেছনে অনুঘটক হিসেবে কাজ করছে বিনামূল্যে পাওয়া এই সকল ফিচার। হোয়াটসঅ্যাপের আরেকটি ভালো দিক হচ্ছে মেটার মালিকানাধীন অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইন্সটাগ্রামের সাথে এটি বেশ সামঞ্জস্যপূর্ণ। ফলে ফেসবুক ও ইন্সটাগ্রামে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা খুব সহজেই হোয়াটসঅ্যাপের ক্রস-প্ল্যাটফর্ম সুবিধা উপভোগ করতে পারেন।
হোয়াটসঅ্যাপ ভিডিও কলে এল ২টি নতুন ফিচারহোয়াটসঅ্যাপ ভিডিও কলে এল ২টি নতুন ফিচার মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মগুলো সব সময়ই ব্যবহারকারীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী নিত্যনতুন ফিচার নিয়ে আসে। এই যেমন সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাঁদের ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে, যার মধ্যে একটি হলো কাস্টম কনটাক্ট লিস্ট তৈরির সুযোগ।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্রায়শই একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। সেটি হলো কনটাক্ট লিস্ট থেকে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষকে খুঁজে বের করা। যেমন ধরুন আপনি একটি মেসেজ আপনার ১০ জন অফিস কলিগকে পাঠাতে চাচ্ছেন। এখন আপনার কনটাক্ট লিস্টের আকার যদি ৫০০ জন হয় তাহলে সেখান থেকে ১০ জনকে খুঁজে বের করা বেশ সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য একট ব্যাপার।
যেভাবে হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করবেন ব্যক্তিগত তথ্যযেভাবে হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করবেন ব্যক্তিগত তথ্য
তাছাড়া কনটাক্ট লিস্টে অনবরত স্ক্রল ডাউন করে এমন একটি কাজ করা বিরক্তিরও উদ্রেক করে। একইভাবে কনটাক্ট লিস্টে থাকা ১০০ জন ফ্রেন্ডের মধ্য থেকে শুধু স্কুলের ফ্রেন্ডদের খুঁজে বের করার কাজটিও মোটেই আনন্দদায়ক নয়। এই সমস্যার সমাধান দিতেই কাস্টম কনটাক্ট লিস্ট তৈরি ফিচারটি নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে নিজেদের ইচ্ছেমতো ভিন্ন ভিন্ন নামে কনটাক্ট লিস্ট তৈরি করে নিতে পারবেন। এতে করেই কনটাক্টে থাকা ব্যক্তিদের খুঁজে বের করার কাজটি বেশ সহজ হয়ে যাবে।
লিস্ট তৈরির এই ফিচারটি ব্যবহার করে বিভিন্ন ক্যাটাগরির কনটাক্ট বা কনভারসেশন লিস্ট তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। এতে করে নির্দিষ্ট একটি কনভারসেশন খুঁজে পাওয়া অনেক বেশি সহজ হয়ে উঠবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু কনভারসেশনকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রেও এই ফিচারটি বেশ কার্যকর হতে পারে। উদাহরণস্বরুপ ফ্যামিলি, অফিস, প্রতিবেশী, বন্ধু (স্কুল), বন্ধু (কলেজ) ইত্যাদি বিভিন্ন নামে কনটাক্ট লিস্ট তৈরি করতে পারবেন ইউজাররা। এতে করে সহজে, স্বল্প সময়ের মধ্যেই নির্দিষ্ট চ্যাট কনভারসেশন খুঁজে পাবেন তারা।
কাস্টম কনটাক্ট লিস্ট তৈরি করার কাজটি বেশ সহজ। এজন্য হোয়াটসঅ্যাপ ওপেন করার পর চ্যাট ফিডের (চ্যাট ট্যাবগুলোর) উপরে ফিলটার বারে থাকা ‘+’ আইকনটিতে ট্যাপ করতে হবে। এবার ব্যবহারকারী যে নামে লিস্টটি তৈরি করতে চাচ্ছেন সে নামটি লিখে দিবেন। এরপর তার ঠিক নিচে ‘অ্যাড পিপল অর গ্রুপস’ অপশনটিতে ট্যাপ করে যাদেরকে এই লিস্টে রাখতে চাচ্ছেন তাদেরকে এক এক করে অ্যাড করে দিবেন। ব্যস তৈরি হয়ে গেল কাস্টম কনটাক্ট লিস্ট।
উল্লেখ্য, ব্যক্তির পাশাপাশি বিভিন্ন গ্রুপকেও অ্যাড করার সুযোগ রয়েছে কাস্টম কনটাক্ট লিস্টে। অর্থাৎ ওয়ান-অন-ওয়ান কনভারসেশন ও গ্রুপ কনভারসেশন উভয়ই অ্যাড করতে পারবেন এই লিস্টে।
ব্যবহারকারীর তৈরি করা কাস্টম কনটাক্ট লিস্টগুলোর সবই পাওয়া যাবে ফিলটার বারে। লিস্টের সংখ্যা বেশি হয়ে গেলে ফিলটার বারটিকে বাম দিকে সাইড সোয়াইপ করে খুঁজে নিতে হবে নির্দিষ্ট লিস্ট।
হোয়াটসঅ্যাপে মেসেজ অদৃশ্য বা ডিজঅ্যাপিয়ার করবেন যেভাবেহোয়াটসঅ্যাপে মেসেজ অদৃশ্য বা ডিজঅ্যাপিয়ার করবেন যেভাবে কাস্টম কনটাক্ট লিস্ট ম্যানেজ করার কাজটিও বেশ সহজ। এজন্য নির্দিষ্ট লিস্টে গিয়ে সকল কনভারসেশন বা চ্যাট ট্যাবের নিচে ম্যানেজ অপশনটিতে ট্যাপ করতে হবে। ব্যস, এবার লিস্টের নাম পরিবর্তন করা, নতুন চ্যাট কনভারসেশন অ্যাড বা রিমুভ করা, এবং লিস্ট ডিলিট করার মতো সকল কাজই করতে পারবেন ব্যবহারকারীরা।
এর আগে চলতি বছর ‘চ্যাট ফিলটার’ নামক একটি ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ, যেটি ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়েই হোয়াটসঅ্যাপ এবার কাস্টম কনটাক্ট লিস্ট তৈরির সুযোগ করে দিচ্ছে ব্যবহারকারীদের, যাতে করে তারা নিজেদের অ্যাকাউন্ট আরও ভালোভাবে অর্গানাইজ করতে পারে এবং তাদের ব্যবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।