লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। ঝড়বৃষ্টির সেভাবে দেখা নেই। বিভিন্ন জেলার তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। পরিস্থিতি থেকে বাঁচতে অনেকেই বাড়িতে বসাচ্ছেন AC। তাতে কিছুটা হলেও আরাম পাচ্ছেন অনেকেই। কারণ ঘরের মধ্যে থাকলে গরমের তাপ সহ্য করতে হচ্ছে না। কিন্তু অন্যদিকে একটি বড় সমস্যায় পড়তে হচ্ছে। তা হল, AC চালানোর ফলে বিদ্যুৎ বিল আসছে অনেক বেশি। কিন্তু তুলনামূলক কম সময় AC চালিয়েও বেশিক্ষণ ঘর ঠান্ডা রাখতে পারবেন। সেক্ষেত্রে বিদ্যুৎ বিল তুলনামূলক অনেক কম আসবে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন কীভাবে কম সময় AC চলিয়ে বেশিক্ষণ ঘর ঠান্ডা রাখবেন। জানুন সহজ পদ্ধতি-
AC চালানোর সময় দরজা ও জানালা বন্ধ রাখুন
ঘরে যখন AC চালাবেন তথন অবশ্যই সেই ঘরের দরজা এবং বন্ধ রাখুন। এমনকী AC চালানোর পর ঘর ঠান্ডা হওয়ার পর বন্ধ করতে পারেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। তার ফলে ঘর থাকবে অনেক ঠান্ডা। এর কারণ, দরজা বা জানালা খোলা থাকলে গরম হাওয়া ঢুকে ঘরের ভিতরের হাওয়া গরম করে দেবে। ফলে ফের AC চালানোর প্রয়োজন হবে। তাই ঘর ঠান্ডা রাখার জন্য দরজা জানালা বন্ধ রাখা প্রয়োজন।
AC কেনার সময় নজর দেওয়া দরকার-
অনেকে AC কেনার সময় ঘরের আয়তন অনুযায়ী AC কেনেন না। এর ফলে পরবর্তীতে সমস্যায় পড়তে হয়। কারণ ঘরের আয়তনের থেকে AC-র ক্ষমতা কম কম হলে সেক্ষেত্রে ঘর ঠান্ডা হতে দেরি হয়। ফলে বেশিক্ষণ AC চালাতে হয়। তাই AC কেনার আগে ঘরের মাপ দেখে তবেই কেনা দরকার।
ঘরে যাতে সরাসরি রোদ না ঢোকে সেদিকে লক্ষ্য রাখা দরকার-
AC যখন চলে না সেসময় অনেকেই ঘরের দরজা জানালা খুলে রাখেন। কিন্তু নজরে রাখতে হবে যাতে সরাসরি সূর্যের আলো না ঢোকে। কারণ সূর্যের আলো সরাসরি ঢুকলে ঘর প্রচণ্ড গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এর ফলে ঘর ঠান্ডা হতে দেরি হয়। বেশিক্ষণ AC চালাতে হয়। তাই সেই বিষয়টি মাথায় রাখা দরকার। ফলে বিদ্যুৎ বিল বেশি আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।