লাইফস্টাইল ডেস্ক : নিশ্চয়ই জানেন, ফলের রাজা কাঁঠাল। ফলটি খেতে যেমন সুস্বাদু, তেমনি গুণেও ভরপুর। পাকা এবং কাঁচা দুই অবস্থাতেই কাঁঠালের স্বাদ উপভোগ করা যায়। তবে কাঁচা থেকে পাকা কাঁঠালের চাহিদা অনেক বেশি।
পাকা কাঁঠাল খেতে দারুণ মিষ্টি। তবে যদি বাজার থেকে সঠিক কাঁঠালটি বাছাই করে আনতে না পারেন তাহলে এর আসল স্বাদ থেকে বঞ্চিত হবেন। কাঁঠাল আকারে অনেক বড় হওয়ায় অনেকেই পাকা ও মিষ্টি কাঁঠাল চিনতে পারেন না। তাইতো আজ আপনাদের জন্য থাকছে পাকা ও মিষ্টি কাঁঠাল চেনার সহজ তিনটি উপায়। চলুন তবে জেনে নেয়া যাক উপায়গুলো-
>> পাকা কাঁঠাল চেনার একটি সহজ উপায় হচ্ছে ঘ্রাণ পরীক্ষা করা। পাকা কাঁঠালের সুগন্ধ ছড়াবে। কাঁঠালের রঙ হবে উজ্জ্বল হলুদ। এতে কোনো গাঢ় রঙ থাকলে কিনবেন না।
>> কাঁঠালের কোনো অংশে বাড়তি চাপ লেগে নরম হয়েছে কিনা সেদিকেও খেয়াল করুন। গাছপাকা কাঁঠাল সবচেয়ে সুস্বাদু হয়। গাছপাকা কাঁঠালের গা নরম হয় ও সুঘ্রাণ ছড়ায়।
>> অনেক সুপারমার্কেটেই কাঁঠাল কেটে তারপর বিক্রি করা হয়। এতে ক্রেতারা তার ভেতরের অংশ দেখে স্বাদ কিংবা অন্যান্য গুণাগুণ অনুমান করতে পারেন। আপনি যদি এ ধরনের কাঁঠাল কেনেন, তাহলে দেখে নেবেন এর ভেতরের কোয়াগুলো যেন অক্ষত থাকে এবং তা নরম ও তাজা থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।