লাইফস্টাইল ডেস্ক : বাড়িতে বাচ্চা থাকবে কিন্তু দেয়াল ঝকঝকে সাদা থাকবে, তা হতে পারে না। বাচ্চাদের বদমাইশি বা খেলাধুলার ফলাফল হয় দেয়াল। ঝকঝকে সাদা দেয়াল নিমিষেই হয়ে যায় অখ্যাত আলপনায় ভরপুর। রং বা পেন্সির দিয়ে দেয়ালে আঁকে বিভিন্ন ছবি।
এছাড়া রান্নাঘরের দেয়াল রান্নার তেল বা বিভিন্ন কালিতে ময়লায় পরিপূর্ণ হয়ে যায়। দেখতেও বিশ্রী লাগে।
সাদা দেয়ালে একবার তেলের দাগ, তেলের ছোপ লাগলে সেটা তোলা খুব ঝামেলার। হাজার বার পানি দিয়ে ধুয়ে, পানিতে ভেজানো কাপড় দিয়ে দেয়াল ঘষলে ওই তেলের দাগ সাদা দেয়ালে লেগেই থাকে।
বিশ্রি দেখতে লাগে ঘর, এমনকি রান্নাঘরও। সেই রং বা ময়লা কী করে পরিষ্কার করবেন, এই ভেবেই মাথায় হাত? তাহলে জেনে নিন সেই টিপস।
দেয়ালে রং বা ময়লা দূর করার উপায়
ভিনেগার
একটা পাত্রে সাদা ভিনেগার রাখুন। ভিনিগারের পাত্রে স্পঞ্জের টুকরো কয়েক সেকেন্ড ভিজিয়ে রাখুন। এবার পাত্র থেকে তুলে সামান্য চিপে নিন। এবার স্পঞ্জ দিয়ে তেলের দাগ লাগা জায়গাটায় ঘষুন। একটু ঘসলেই আপনার ঘরের সাদা দেওয়াল থেকে রং বা তেলের দাগ-ছোপ উঠে যাবে।
কর্নস্টার্চ
একটা ছোট বাটিতে পানি নিয়ে তাতে তিন চামচ কর্নস্টার্চ মিশিয়ে নিন। যতক্ষণ না পর্যন্ত ওটা একটা পেস্টের মতো হচ্ছে, চামচ দিয়ে গুলিয়ে নিন।
ওই পেস্ট রং লাগানো জায়গায় বা তেলের দাগের ওপর লাগিয়ে দিন। কয়েক মিনিট রাখুন। তারপর একটা পরিষ্কার সাদা কাপড়ের টুকরো দিয়ে ওই পেস্টটার ওপর মুছতে থাকুন। একটু ঘষলেই নিমিষেই পরিষ্কার হয়ে যাবে দেয়ালের দাগ।
বেকিং সোডা
একটা পাত্রে পানি ও বেকিং সোডার একটি পেস্ট তৈরি করুন। সেই পেস্ট দেওয়ালের তেলের দাগের ওপর লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন। এরপর সাদা পরিষ্কার কাপড় দিয়ে ঘষতে থাকুন। কয়েক মিনিটেই গায়েব হবে সব বাজে দাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।