লাইফস্টাইল ডেস্ক : এসি একটি স্বস্তির নাম হলেও একে পরিষ্কার করতেও পোহাতে হয় নানা ঝক্কি-ঝামেলা। অনেকের কাছে এটি বিরক্তির কারণ। আর তা হচ্ছে— সঠিক উপায়ে এসি পরিষ্কার করতে না পারা। সে কারণে দ্রুতই এসি নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি ভালো কোম্পানির এসি ব্যবহার করে থাকেন, তাহলে সেই সমস্যা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। আর এসি পরিষ্কার করতে দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন পড়বে না। এতে খরচ কমাতে পারবেন। খুব একটা ঝামেলাও পোহাতে হবে না।
এ ছাড়া অনেকেই খরচের ভয়ে দক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি পরিষ্কার করাতে চান না। তাদের জন্য সহজ উপায় হচ্ছে— নিজেই বাড়িতে এসি পরিষ্কার করা। কিন্তু বড় সমস্যা হচ্ছে কেউ কেউ এসি পরিষ্কার করার ভয়ে এসিই কিনতে চান না। এটি মোটেও ঠিক নয়।
চলুন কীভাবে বাড়িতে নিজে নিজেই এসি পরিষ্কার করবেন জেনে নেওয়া যাক—
প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন। এরপর আপনার বাড়ির সার্কিট ব্রেকার বা নির্দিষ্ট পাওয়ার সোর্সে গিয়ে স্প্লিট এসি ইউনিটের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ করুন। কারণ বিদ্যুৎ সংযোগ চালু অবস্থায় কখনো এসির ঢাকনা খোলা উচিত নয়। এটি খুবই বিপজ্জনক।
তবে মনে রাখবেন, বেশিরভাগ স্প্লিট এসি ইউনিটে একটি ইনডোর এবং একটি আউটডোর অংশ থাকে। তাই শুধু ইনডোর ইউনিটের বিদ্যুৎ বন্ধ করলেই চলবে না, পুরো কুলিং সিস্টেমের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে নিশ্চিত করুন যে আপনি নিরাপদ অবস্থানে আছেন।
এরপর বিদ্যুৎ বন্ধ করার পর এসির সামনের প্যানেলটি খুলে নিন। সেখানে দেখুন, ইউনিটের সামনের অংশে সাধারণত হুক থাকে, সেগুলো সাবধানে খুলে সামনের প্যানেলটি ধীরে ধীরে ওপরে তুলুন। এতে আপনি সহজেই এসির অভ্যন্তরীণ অংশ ভালোভাবে পরিষ্কার করতে পারবেন।
এবার স্প্লিট এয়ার কন্ডিশনার ক্লিনিং ব্যাগ ব্যবহার করুন। স্প্লিট এসি পরিষ্কারের সময় ময়লা যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য এসির পুরো ইউনিটটি ক্লিনিং ব্যাগ দিয়ে ঢেকে দিন। নতুন একটি ক্লিনিং ব্যাগ দিয়ে এসির চারপাশ ঘিরে ফেলুন, যাতে পরিষ্কার করার সময় কোনো ধুলাবালি কিংবা ময়লা মেঝেতে না পড়ে। আর আপনি এ ধরনের ব্যাগ অনলাইনে খুবই কম দামে কিনতে পারবেন ।
সেই সঙ্গে পরিষ্কারের ব্যাগ কেনার সময় দেখুন—চারপাশে একটি সিঞ্চ স্ট্র্যাপ থাকে, যার মাধ্যমে ব্যাগের মুখ সহজেই ঢিলা বা টাইট করা যায়। এতে ব্যাগটি ইউনিটের সঙ্গে ভালোভাবে ফিট হবে এবং ময়লা বাইরে পড়ার ঝুঁকি কমে যাবে।
আর যদি আপনার কাছে ক্লিনিং ব্যাগ না থাকে, তাহলে বিকল্প মোটা পলিথিনও ব্যবহার করতে পারেন। এটি সাশ্রয়ী ও কার্যকর হতে পারে । আর একটু পরিকল্পনা ও সতর্কতায় এসি পরিষ্কার করাটাই হবে সহজ, সুরক্ষিত ও ঝামেলাবিহীন।
এবার এসির এয়ার ফিল্টারগুলো খুলে ফেলুন। সাধারণত ইউনিটের সামনের দিকে লম্বা আয়তাকার আকারে বসানো থাকে। এগুলো নিয়মিত খুলে ধুয়ে পরিষ্কার করা জরুরি, না হলে এসির কার্যক্ষমতা কমে যায় এবং বাতাসে ধুলাবালি মিশে যায়। প্রতিটি ফিল্টারের পাশে ছোট বোতাম থাকে। সেটি হালকা চাপ দিয়ে ফিল্টারগুলো আলগা করে খুলে ফেলুন। এরপর প্রথমে ফিল্টারগুলো বাইরে নিয়ে গিয়ে ভালোভাবে ঝেড়ে নিন, যাতে উপরিভাগের ধুলাবালি ও ময়লা আগে থেকেই সরে যায়। এরপর ধীরে ধীরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পরিষ্কার হয়ে গেলে ফিল্টারগুলো একটি শুকনো কিংবা বাতাস চলাচল করে এমন একটি জায়গায় রেখে দিন, যেন সেগুলো প্রাকৃতিকভাবে শুকিয়ে যায়। কখনোই সরাসরি রোদে কিংবা হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা করবেন না, এতে ফিল্টারের গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে।
এবার কুলিং ফিন পরিষ্কার করুন। এ কাজের জন্য একটি পাতলা ক্যানিস্টার অ্যাটাচমেন্টসহ এয়ার ব্লোয়ার ব্যবহার করুন। ব্লোয়ারটি চালু করে স্প্লিট এসির পেছনের দিকে, যেখানে কুলিং ফিনগুলো থাকে, সেখানে ধীরে ধীরে বাতাস প্রবাহ করুন। এ ফিনগুলোর মাধ্যমে ঠান্ডা বাতাস তৈরি হয়, তাই সেগুলো পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এয়ার ব্লোয়ার দিয়ে পুরো ফিনের ওপর সমানভাবে বাতাস ছড়িয়ে দিন, যেন প্রতিটি ফাঁকফোকর থেকে ধুলা-ময়লা বেরিয়ে আসে।
এবার এসির ড্রেন লাইন পরিষ্কার করুন। এসির ড্রেন লাইনে যে কোনো ময়লা বা ক্লগ জমে থাকলে তা দূর করুন। স্প্লিট এসির ইনডোর ও আউটডোর ইউনিটের মাঝে সংযুক্ত থাকা পাইপ খুলে ফেলুন, যাতে ড্রেন লাইনটি ভালোভাবে পরিষ্কার করা যায়।
ড্রেন লাইন পরিষ্কারের পর অন্তত ১ ঘণ্টা বাতাসে শুকাতে দিন, যেন ভেতরে কোনো পানি বা ক্লিনিং সলিউশন থেকে না যায়। পুরোপুরি শুকিয়ে গেলে পুনরায় পাইপটি ইনডোর ও আউটডোর ইউনিটের মধ্যে ভালোভাবে সংযুক্ত করে দিন।
ড্রেন লাইন পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অংশে ময়লা জমে গেলে পানি জমে গিয়ে এসি থেকে পানি চুইয়ে পড়া, দুর্গন্ধ— এমনকি ইউনিটের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে। তাই নিয়মিত সময় পেলেই ড্রেন লাইন অন্তত কয়েক দিন পর পর পরিষ্কার করুন।
এবার পুনরায় এসি সেট করুন। এয়ার ফিল্টারগুলো সম্পূর্ণ পরিষ্কার ও শুকিয়ে গেলে সেগুলো আবার আগের জায়গায় ঠিকভাবে বসিয়ে দিন। প্রতিটি ফিল্টার স্লটে স্লাইড করে ঢুকিয়ে দিন। এগুলো খুব সহজেই তাদের নির্ধারিত স্থানে বসে যায়। তবে যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনার এসি যে কোম্পানি থেকে কিনেছেন, সেই কোম্পানির ওয়েবসাইটে নির্দেশিকা দেখে এসি সেট করে নিন। সেখানে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আছে।
সবকিছু পরিষ্কার ও সেটআপ হলে এবার আপনার স্প্লিট এসি চালু করে দেখুন ঠিকভাবে কাজ করছে কিনা। আর সার্কিট ব্রেকার বা নির্দিষ্ট পাওয়ার সোর্স থেকে আবার এসির বিদ্যুৎ সংযোগ চালু করে দেখুন, বিদ্যুৎ সংযোগ চালু আছে কিনা এবং ঠান্ডা বাতাস ঠিকমতো বের হচ্ছে কিনা, সেটি ভালোভাবে যাচাই করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।