বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট ছাড়া আজকাল চলাই মুশকিল। বিনোদন হোক বা যোগাযোগ, দ্রুত গতির ইন্টারনেট ছাড়া গতি নেই। আর তার জন্য অনেকেই এখন বাড়িতে রাউটার বসিয়ে নেন। ফলে সারা বাড়িতেই ওয়াই-ফাই পাওয়া যায়। কিন্তু কখনও কখনও রাউটার পুরোনো হয়ে গেলে ইন্টারনেটের গতিবেগ কমে যায়। কিন্তু জানেন কি একটি ছোট্ট টোটকাতেই হু হু করে বেড়ে যেতে পারে ওয়াই-ফাই এর বেগ?
অন্তত এমনই দাবি করা হয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি পোস্টে। কী বলা হয়েছে সেই পোস্টে? ভাইরাল সেই পোস্টে এক ব্যক্তি একটি রাউটারের ছবি দিয়েছেন। সেই রাউটারের চারপাশ ঘেরা রয়েছে একটি অ্যালুমিনিয়াম ফয়েলে। ওই নেটিজেন লিখেছেন, “ওয়াই-ফাই রাউটারের পেছনে অ্যালুমিনিয়াম ফয়েল রেখে দাও, পরে আমাকে ধন্যবাদ দিয়ো।”
সেই পোস্টে অনেকেই জানিয়েছেন, হ্যাঁ সত্যিই কাজ হয়েছে এতে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভাবে শুধু একটি দিকেই বাড়বে ইন্টারনেটের গতিবেগ। কারণ ওয়াই-ফাই রাউটার থেকে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয় তা এই অ্যালুমিনিয়াম ফয়েলে ধাক্কা খেয়ে একদিকে আসে। তাতেই বাড়ে নেটের গতি। কিন্তু এতে যে দিকে অ্যালুমিনিয়াম ফয়েল রাখা সেদিকের ঘরগুলিতে ইন্টারনেটের গতি ব্যাহত হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।