বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। ছবি ও ভিডিও শেয়ারে প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা তুঙ্গে। শুধুমাত্র অবসর বিনোদন নয়, মোটা অঙ্কের টাকা আয়ের উৎস হতে পারে ইনস্টাগ্রাম। আজ রইল এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে উপার্জনের তিনটি টিপস।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার :
বর্তমান সময়ে নানাবিধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ব্যাপক ব্যবহারের সুবাদে ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ কথাটির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। তবে এখন এটি শুধুমাত্র একটি পেশার নাম নয়, মোটা অঙ্কের টাকা রোজগার করতেও সাহায্য করছে ব্যবহারকারীদের।
ইনস্টাগ্রামে ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ হয়ে উঠতে হলে আপনার কমপক্ষে ৫ হাজার ফলোয়ার থাকতে হবে। সেইসঙ্গে ইনস্টাগ্রামে আপনার পোস্ট করা কন্টেন্টগুলোও আকর্ষণীয় হতে হবে। একবার ৫ হাজার ফলোয়ার হলে আপনার প্রোফাইলটি মনিটাইজ হয়ে যাবে। তারপর বিভিন্ন অ্যাডভারটাইজমেনট কোম্পানিগুলো তাদের ব্র্যান্ডের পণ্যের প্রচারের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করবে। এর মাধ্যমে আপনি মোটা অঙ্কেের টাকা আয় করতে পারবেন।
ইনস্টাগ্রাম আপনার পণ্যেরে প্রচারে ব্যবহার করুন :
আপনি যদি একজন পেশাদার ব্যবসায়ী ও সেইসঙ্গে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী হন, তাহলে আপনি এই ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপটিকে নিজের ব্যবসার প্রচারে ব্যবহার করতে পারেন। পাশাপাশি, এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসে একটি ছোটখাটো ব্যবসাও শুরু করতে পারেন।
আপনি যে প্রোডাক্টের ব্যবসা করছেন, সেটির বিভিন্ন ফটো বা ভিডিও ক্যাপচার করে আপনার ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। এর ফলে আপনার প্রোফাইলে থাকা প্রোডাক্টগুলো দেখে পছন্দ হলে গ্রাহকরা আপনাকে ডিরেক্ট মেসেজ (ডিএম) করবে বা কমেন্টে যোগাযোগ করবে। এবার তাদের কাছ থেকে অর্ডার নেওয়া শুরু করলেই আপনার ছোটখাটো ব্যবসাকে ফুলে-ফেঁপে উঠতে আর আটকায় কে! এইভাবে ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে ঘরে বসেই আপনি মোটা অঙ্কেের টাকা আয় করতে পারবেন।
কোচ বা মেন্টর হয়ে টাকা উপার্জন :
আপনি ইনস্টাগ্রামে একজন পরামর্শদাতা (কনসালটেন্ট) বা কোচ হতে পারেন। কোচ হতে চাইলে, আপনি বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিকসের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। এছাড়াও, আপনি যোগব্যায়াম, জিম ট্রেনার, বা নিউট্রিশন কেন্দ্রিক বিষয়বস্তুর উপর ভিডিও বানিয়ে সেগুলো পোস্ট করতে পারেন। আপনার শেয়ার করা কন্টেন্টগুলো যদি ব্যবহারকারীদের নজর কাড়তে পারে, তাহলে ধীরে ধীরে আপনার ফলোয়ার বাড়তে থাকবে এবং আপনার প্রোফাইলটি মনিটাইজ হবে। আর এর সুবাদে আপনি টাকা আয় করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।