বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহার করতে করতে অ্যানড্রয়েড ফোন এক সময় স্লো হয়ে যায়। আর স্পিড নিয়ে সমস্যা দেখা দিলেই অনেকেই নতুন ফোন কেনার কথা ভাবেন। যদি এই বিকল্পের কথা ভাবেন, তাহলে নিজের ভাবনা বদলে ফেলতে হবে। কেননা, এই প্রতিবেদনে এমন একটি কৌশলের কথা জানানো হবে, যার সাহায্যে একেবারে নতুন ফোনের মতোই ফাস্ট হয়ে যাবে ফোন।
আসলে ফোন স্লো হয়ে যাওয়ার সবথেকে বড় কারণ হল, এর মধ্যে জমা হয় ক্যাশ ফাইলস। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোনে জমা হতে থাকে ক্যাশ ফাইলস। যার ফলে ফোনের পারফরম্যান্স খারাপ হয়ে যায়। এই সমস্যার সমাধান জেনে নিন।
পুরনো ফোন ফাস্ট করতে হলে নিয়মিত ক্যাশ ক্লিন করতে হবে। কিন্তু কীভাবে?
স্টোরেজ সেটিংসে যেতে হবে: স্টোরেজ সেটিংসে গিয়ে Storage অথবা Device Care-এ ক্লিক করতে হবে। এখানে ব্যবহারকারীরা দেখতে পাবেন, তাদের অ্যাপ, মিডিয়া, ডকুমেন্ট এবং cache কতটা ডেটা খরচ করছে।
অ্যাপের cache ক্লিয়ার করতে হবে: স্টোরেজ সেটিংসে যাওয়ার পর Apps অথবা Applications-এ ট্যাপ করতে হবে। এবার ফোনে ইনস্টল করা সমস্ত অ্যাপের তালিকা দেখতে পাবেন ব্যবহারকারী।
cache ডিলিট করতে অনুসরণ করতে হবে এই সমস্ত পদক্ষেপ: যে অ্যাপটি স্মার্টফোনের সবথেকে বেশি জায়গা জুড়ে বসে রয়েছে, সেটির উপর ট্যাপ করতে হবে। এরপর Clear Cache-এর উপর ট্যাপ করতে হবে। এতে ব্যবহারকারীর পার্সোনাল ডেটার উপরেও প্রভাব পড়বে না। আর ফোনের cache-ও ক্লিয়ার হয়ে যাবে।
থার্ড পার্টি ক্লিনার অ্যাপ রাখতে হবে: আরও ভালোভাবে নিজের ফোন ক্লিন রাখতে চাইলে ব্যবহারকারীরা একটি থার্ড-পার্টি ক্লিনিং অ্যাপ ব্যবহার করতে পারেন। Google Play Store থেকে তা ডাউনলোড করতে পারেন। এটি ব্যবহারকারীর মোবাইল থেকে জাঙ্ক ফাইল রিমুভ করে। যা RAM বুস্ট করে এবং cache-ও ক্লিয়ার করে। থার্ড পার্টি ক্লিনার অ্যাপের মধ্যে অন্যতম হল CCleaner।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।