সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা মাঝিপাড়া এলাকায় বানিয়াজুরি ইউনিয়ন ভূমি অফিস থেকে মাত্র কয়েকশ মিটার দূরত্বে চলছে দুইটি অবৈধ ড্রেজার। এগুলোর মালিক বানিয়াজুরি এলাকার অপ্রতিরোধ্য বালুখেকো মিরন মিয়া। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে বানিয়াজুরি ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ আশপাশের বেশকিছু গ্রামে একচেটিয়া অবৈধ ড্রেজার বাণিজ্য করেছে প্রশাসনের সাথে আতাত করে চলা এই ব্যবসায়ী। আওয়ামী লীগ সরকারের পতনের পরও থেমে নেই তার অবৈধ ড্রেজার বাণিজ্য। বরং আগের চেয়ে সে এখন আরো বেশি অপ্রতিরোধ্য।
সম্প্রতি জাবরা মাঝিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ইঞ্জিনচালিত নৌকার মধ্যে একটি অবৈধ ড্রেজার মেশিন বসানো হয়েছে এবং আরেকটি ড্রেজার মেশিন বসানো হয়েছে প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি ভেলায়। ড্রেজার দুইটি দিয়ে দিনরাত অবাধে বালু উত্তোলন করছে বালুখেকো মিরন মিয়া। এতে স্থানীয় মাঝিপাড়ার নিম্নবিত্ত মানুষ নিজেদের বসতবাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মাঝিপাড়ার একাধিক বাসিন্দা জানান, ড্রেজার ব্যবসায়ী মিরন আওয়ামী লীগের সময় যেমন দাপট দেখিয়ে চলতো এখনো ঠিক তেমনি দাপট দেখিয়ে চলে। তার ড্রেজারের কারণে আমাদের বাড়িঘর যেকোন সময় ভেঙে পড়ার আশঙ্কায় থাকি। প্রতিবাদ করলেই সে নানা ধরনের হুমকি দেয়। ভয়ে বেশিকিছু বলতে পারিনা। আমার গরিব বলে আমাদের পাশে কেউ দাঁড়ায় না।
ড্রেজার ব্যবসায়ী মিরন মিয়া বলেন, প্রশাসনকে ম্যানেজ করেই এগুলো চালাই। প্রতি মাসে মাসেই টাকা দেই। আপনার মতো বহু মানুষ এসছে গেছে, আমার কিছুই করতে পারেনি। আপনি নিউজ করে যা করতে পারেন করেন। আমার কোন সমস্যা নেই।
বিষয়টি নিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) মনিরুজ্জামান বলেন, এসব ড্রেজার বন্ধে আমি অক্ষম। আমার কথায় কোন কাজ হয় না। আমি এসিল্যান্ড স্যারকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি একবার এসে বন্ধ করে দিয়েছিলেন। কিছুদিন পর ফের ড্রেজার ব্যবসা শুরু করেছে মিরন মিয়া। তার আর কোন পেশা বা ব্যবসা নেই। ড্রেজার ব্যবসা করেই সে বহু টাকা কামিয়েছেন। সে অনেক পুরোনো ব্যবসায়ী। সবাইকে ম্যানেজ করেই ব্যবসা করে সে। এজন্য তার কিছু হয়না।
এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন বলেন, অনেক জায়গা থেকেই আমাদের কাছে তথ্য আসে। সব জায়গায় তো আর একসাথে অভিযান পরিচালনা করা যায় না। পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করি আমরা। জাবরা এলাকার ওই ব্যবসায়ীর বিরুদ্ধেও খুব দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।