জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমার বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে। রংপুরের মানুষ শান্তিপ্রিয়, এখানকার মানুষ শান্তিতে আছে। রংপুরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, বাড়িঘর দখল হচ্ছে না। সবাই শান্তিতে আছে, কারণ আমরা এখানে ছিলাম। সব দলের লোককে আমরা আশ্রয় দিয়েছিলাম। বিএনপি বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি, জামায়াত বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ে রংপুর সদর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেন, আমরা জাতীয় পার্টি শান্তির রাজনীতি করি। আমরা মানুষের সেবা করার চেষ্টা করেছি। আমরা সহযোগিতার রাজনীতি করি, বন্ধুত্বের রাজনীতি করি। আমরা হিংসা-বিদ্বেষ ও ঘৃণার রাজনীতি করি না।
যেকোনো পরিস্থিতিতে পার্টির নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছে তিনি বলেন, আমাদের দাবিয়ে রাখা হবে, সেটা কি আপনারা মেনে নেবেন? সেভাবেই প্রস্তুতি নেন। সারা দেশের মানুষ যেন বুঝতে পারে জাতীয় পার্টি আছে এবং থাকবে। জাতীয় পার্টিকে কোনোভাবেই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। সে জন্য প্রোগ্রাম করবেন, সরাসরি মাঠে থাকবেন। যারাই বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করবেন। মানুষের মনে আমরা আছি এবং মানুষের মনে আমরা থাকব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।