বিনোদন ডেস্ক : ক্যালেন্ডারের পাতা অনুযায়ী প্রেমের সপ্তাহ সদ্য শুরু হলেও বছর খানেক আগেই অভিনেত্রী মধুমিতা সরকারের জীবনে ভালোবাসার রং লেগেছে। প্রেমে পড়ার পর থেকেই প্রতিটি ঋতুই তার জীবনে ভালোবাসার মৌসুম। কারণ তার জীবনে এসেছে দেবমাল্য চক্রবর্তী। স্কুলের বন্ধু প্রেমিক হিসেবে জীবনে আসার পর এক ঝটকায় বদলে গেলেন তিনি। দিন-রাত্রি কেবল তিনি দেবমাল্যের নামই জপেন। সেটা অকপটে স্বীকারও করেন নায়িকা।
তিনি বলেন, আমি তো ভেবেছিলাম জীবনে বোহেমিয়ান হয়ে যাবো। দেবমাল্য এসে বদলে দিলো আমার জীবন। তাই ওকে ছাড়া আমি কিছু ভাবতে চাই না। ২০২৪ ছিলো মধুমিতা-দেবমাল্যের মন দেওয়া-নেওয়ার বছর। সেই অর্থে সম্পর্কে জড়ানোর পর এই প্রথম ভ্যালেন্টাইন্স ডে দুজনের। বিশেষ কোন পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে দেবমাল্য বলেন, আমাদের যখনই দেখা হয়, মধুমিতা আমায় এত সারপ্রাইজ দেয় যে আলাদা করে আর ভ্যালেন্টাইন্স ডে পালন করার দরকার পড়ে না। আমাদের কাছে প্রতিদিন ভ্যালেন্টাইন্স ডে।
আর ১৪ তারিখ হয়তো ডিনারে যেতে পারি। আর তেমন কোন প্ল্যান নেই। বিশেষ কোন পরিকল্পনা না থাকলেও, এই ভ্যালেন্টাইন্স ডে আরও এক দিক থেকে গুরুত্বপূর্ণ মধুমিতার কাছে। চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। সেদিক থেকে দেখতে গেলে প্রেমিক প্রেমিকা হিসেবে এটিই তাদের শেষ ভালোবাসা দিবস। মধুমিতা এ প্রসঙ্গে বলেন, আমরা ভীষণ ভাবে স্বামী-স্ত্রী হতে চাইছি। তবে আমরা কথা বলে নিয়েছি যে, বিয়ের পরও এমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতোই থাকবো। ছেলেমেয়ে হয়ে গেলে তখন স্বামী-স্ত্রীর মতো আচরণ করার কথা ভাববো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।