জুমবাংলা ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গেলাবারুদসহ জালাল উদ্দিন প্রকাশ সজিব (৪১) নামের এক যুবলীগকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার সজিব উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা মুন্সিবাড়ির আবদুল হাইয়ের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
চৌদ্দগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর মাহিনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম সজিবের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে গোয়ালঘর তল্লাশি করে একটি পাইপগান, দুটি একনলা বন্দুক, দুটি শটগানের কার্তুজ, একটি রাবার কার্তুজ, একটি বড় কাটার, পাঁচটি দা, ছুরি, একটি ম্যাগাজিন, এয়ারগানের ১৩৬টি কার্তুজ, ৩০টি ফয়েল পেপার ও ৭৫০ গ্রাম বিভিন্ন বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।