WEB 3.0 ভবিষ্যৎ দুনিয়া, আপনি প্রস্তুত তো?
২০২২ সালে বিশ্বব্যাপো WEB 3.0 চালু হতে যাচ্ছে। ওয়েব এর ২ নম্বর ভার্সন থেকে পরবর্তী আপডেট ব্যবহার করা যুক্তিযুক্ত। নতুন ওয়েব ভার্সন মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে দিয়েছে ও চমৎকার ফিচার নিয়ে এসেছে। তবে আমাদের নিবন্ধে আপনার ব্র্যান্ডের সোশাল মিডিয়া সাইটে WEB 3.0 সাপোর্টের জন্য কীভাবে অডিট পরিচালনা করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আজ থাকছে ২য় পর্ব।
আপনার সোশাল মিডিয়া নিয়ে দারুন পরিকল্পনা করতে হবে। তবে চার দেয়ালের মধ্যে একলা একলা করলে ভালো পরিকল্পনা সম্ভব না। দলবদ্ধ হয়ে কাজ করা উচিত। এজন্য পাবলিক রিলেশন সম্পর্কিত কাজে মনোনিবেশ করুন।
এতে করে অপ্টিমাইজেশন ভালো হবে ও সোশাল মিডিয়া সমৃদ্ধ হবে। আপনার ব্যবসার গোল ও লক্ষ্যমাত্রা কী কী তা নির্ধারণ করুন ও সে অনুযায়ী ব্যবসার পরিকল্পনা করুন। web 3.0 ইনোভেশনের প্রভাব ডিজিটাল মার্কেট ও সোশাল মিডিয়াতে অবশ্যই পড়বে। এটাকে পরবর্তী প্রজন্মের ইন্টারনেট ব্যবস্থা বলা হয়েছে।
এতে করে মার্কেটিং কোম্পানির ব্র্যান্ড গুগল ও ফেসবুকের মতো টেক জায়ান্টের উপর কম নির্ভর করবে। ফিজিকাল ওয়ার্ল্ড ডিজিটাল দুনিয়ার মধ্যে মিশে যাবে। web 3.0 কে কেন্দ্র করে নতুন কমিউনিটি তৈরি হবে। নতুন ভার্চুয়াল জগত তৈরি হবে। দীর্ঘ মেয়াদী সাফল্যের জন্য সোশাল মিডিয়া অডিটের ভালো পরিকল্পনা লাগবে।
আপনার প্রতিদ্বন্দী ব্যবসায়ীরা কারা, তাদের পরিকল্পনা কী তা জানার চেষ্টা করুন। সে অনুযায়ী আপনি ব্যবস্থা নিন। সোশাল মিডিয়া অডিটের সংখ্যাগত বা Quantitative ও তত্ত্বগত বা Qualitative ফ্যাক্টর সম্পর্কে জানতে হবে। সংখ্যাগত ফ্যাক্টর হলো প্রতিদ্বন্দী ব্যবসায়ীর সংখ্যা, তাদের বা আপনার কমিউনিটি কত বড়, কাস্টোমারদের সাথে কতটুকু সম্পৃক্ততা আছে এসব বিষয় জানতে হবে। আর তত্ত্বগত মানে Content Analysis করতে হবে।
অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান যা করছে না কিন্ত আপনি সেসব কাজ করার মাধ্যমে তাদের থেকে এগিয়ে যেতে পারবেন এমন কিছু কর্ম পরিকল্পনা ঠিক করুন। ওয়েবসাইট থেকে বিভিন্ন ব্লগপোস্ট পড়ে সোশাল মিডিয়ার বিভিন্ন ফ্যাক্টর সম্পর্কে জেনে নিন।
- মেটা হেডলাইন এবং বিবরণ
- ফরম্যাটিং
- কীওয়ার্ড
- ভিজ্যুয়াল
- কর্মক্ষমতা
- লিঙ্ক
- অ্যাক্সেস করার ক্ষমতা
- পেইড মিডিয়ার সাথে ইন্টিগ্রেশন
- নিরাপত্তা এবং গোপনীয়তা
১ম পর্ব: WEB 3.0 ভবিষ্যৎ দুনিয়া, আপনি প্রস্তুত তো?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।