সোশাল মিডিয়ার যেসব বিষয় রিভিউ করা জরুরি
২০২২ সালে বিশ্বব্যাপো WEB 3.0 চালু হতে যাচ্ছে। ওয়েব এর ২ নম্বর ভার্সন থেকে পরবর্তী আপডেট ব্যবহার করা যুক্তিযুক্ত। নতুন ওয়েব ভার্সন মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে দিয়েছে ও চমৎকার ফিচার নিয়ে এসেছে। তবে আমাদের নিবন্ধে আপনার ব্র্যান্ডের সোশাল মিডিয়া সাইটে WEB 3.0 সাপোর্টের জন্য কীভাবে অডিট পরিচালনা করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আজ থাকছে ৩য় পর্ব।
কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরি।
- ফিচার নিউজ কভার করার জন্য ও প্রেস রিলিজের জন্য আপনার নিউজরুম আছে কিনা।
- আপনার ব্লগপোস্ট ও সাইটের পেজ সহজে শেয়ার করা যায় কিনা।
- টাইটেল ও বর্ণনা যুক্তিসংগত অর্থ প্রদান করে কিনা।
- ভিডিও ও AI কন্টেন্ট কতটুকু কার্যকর হচ্ছে।
- কোন ধরনের কন্টেন্ট সবথেকে বেশি সফলতার মুখ দেখেছে।
- গুগল আনালেটিকস এ কোন ধরনের সোশাল মিডিয়া ভালো পারফর্ম করছে।
- আপনার সাইটে চ্যাটবট আছে কিনা।
- 3D Content যুক্ত করার অপশন আছে কিনা।
আপনার সোশাল মিডিয়া চ্যানেল এ নিচের বিষয়সমূহ রিভিউ করে দেখা উচিত।
- সোশাল মিডিয়া প্রোফাইল অপ্টিমাইজ করা আছে কিনা।
- প্রোফাইলে ছবি ব্যবহার করা।
- ছবি বা ভিডিও যুক্ত করা।
- ভিডিও অপ্টিমাইজ করা।
- কী ধরনের কন্টেন্ট শেয়ার করা হচ্ছে।
- লাইভ ভিডিও শেয়ার করা হচ্ছে কিনা।
- গ্রাহকরা কতটুকু সম্পৃক্ত হচ্ছে।
- ব্র্যান্ডিং করার প্রচেষ্টা কতটুকু।
- সব ধরনের অপ্টিমাইজেশন শেষ হয়েছে কিনা।
- মেসেঞ্জার ও চ্যাটবট ফিচার যুক্ত আছে কিনা।
- ভার্চুয়াল রিয়েলিটির ফিচার আছে কিনা।
- ডিসকোর্ড এর মতো কমিউনিটি প্ল্যাটফর্ম আছে কিনা।
- নিরাপত্তা ও গোপণীয়তার নীতিমালা ঠিকাছে কিনা।
সোশাল মিডিয়ার সাথে ইমেইল মার্কেটিং কীভাবে যুক্ত করবেন এটা ভাবুন। ইমেইল নিউজলেটারের কন্টেন্ট সোশাল মিডিয়াতে যুক্ত করুন। ইমেইল মার্কেটিং এর সাথে সোশাল মিডিয়া শেয়ার করতে পারলে বেশি গ্রাহকের সাথে মিথষ্ক্রিয়ার সুযোগ বেশি।
নিচের চ্যানেলগুলো ঘুরে দেখতে পারেন।
- Spatial IO
- Altspace VR
- Horizons Worlds
১ম পর্ব: WEB 3.0 ভবিষ্যৎ দুনিয়া, আপনি প্রস্তুত তো?
২য় পর্ব: WEB 3.0 ভবিষ্যৎ দুনিয়া, আপনি প্রস্তুত তো?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।