দর্শকদের কাছে পৌঁছানোর জন্য কী কী কৌশল অবলম্বন করবেন
আপনি হয়তো অসাধারণ সব পোস্ট দিচ্ছেন বা আর্টিকেল লিখছেন তবে তা অধিক সংখ্যক মানুষের কাছে না পৌছালে তেমন উপকৃত হবেন না। এজন্য বেশি বেশি শেয়ার দেওয়া প্রয়োজন। অফিসের কর্মীদের নিজেদের ব্যক্তিগত সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার দিলে আরো ভালো। হতে পারে সেটা টুইটার, ফেসবুক, লিংকডিন সহ অন্যান্য মিডিয়া।
দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এসব মাধ্যম ব্যবহার করবেন:
- সংবাদ বিজ্ঞপ্তি
- লিংকডিন
- ইভেন্ট
- কনফারেন্স
- ট্রেড শো
- পডকাস্ট
তাছাড়া ফেসবুক গ্রুপ ও ডিসকোর্ড সার্ভারও ব্যবহার করতে পারেন। সোশাল মিডিয়ার যেসব ফিচার আপনার ব্যবহার করা উচিত:
- লাইভ ভিডিও
- সুন্দর বর্গাকার ছবি
- চমৎকার গল্প
- GIF
- MEMES
- ইনফোগ্রাফিকস
- ফিল্টার
- ফিল্টার করা ছবি
- ভার্চুয়াল জগত
- থ্রিডি কন্টেন্ট
ভিডিও অপ্টিমাইজেশনের ব্যাপারে গুরুত্ব দিন। প্রত্যেক সোশাল মিডিয়ার জন্য আলাদা আলাদাভাবে ভিডিও অপ্টিমাইজ করার দরকার হয়। বর্তমানে কী কী ট্রেন্ড চলছে তা দেখুন ও সেগুলো ফলো করুন। নিজেকে প্রশ্ন করুন ওয়েব ২.০ থেকে ওয়েব ৩.০ এ রূপান্তরের জন্য সব ধরনের প্রস্তুতি আপনি সম্পন্ন করেছেন কিনা। দর্শক যা চায় তার সাথে তাল মিলিয়ে আপনার প্রতিষ্ঠান চলতে পারছে কিনা।
নিশ্চিত করুন যে আপনার দল সর্বশেষ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপ-টু-ডেট থাকতে পারছে। সামাজিক মিডিয়া সর্বদা পরিবর্তিত এবং বিকশিত হয়; তাই প্রশিক্ষণ, সম্মেলন এবং ইভেন্টগুলির সাথে নিজেকে এবং আপনার দলকে সমৃদ্ধ রাখতে হবে।
সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে কর্মীদের বিশেষ দক্ষতা থাকা প্রয়োজন। তাই তাদের স্কিল বৃদ্ধিতে সহায়তা করুন। এসব ক্ষেত্রে বিনিয়োগ করুন। ভবিষ্যৎ এ ভালো ফল পাবেন। সোশাল মিডিয়া অডিটের ক্ষেত্রে আপনাকে বাস্তবসম্মত চিন্তা করতে হবে। বাস্তবতা মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে।
অনেক বেশি লাইক হলেই যে বেশি মানুষের কাছে পৌঁছানো গেছে বিষয়টি তাও নয়। তবে আপনার টার্গেট এ যদি এটি অন্তভুক্ত থাকে তাহলে বিষয়টি ভিন্ন। সোশাল মিডিয়াতে আপনাকে লক্ষ্য ঠিক করে সামনে এগুতে হবে। এটা যেনো বাস্তবস্মমত হয় যা আপনার পক্ষে অর্জন করা সম্ভব।
২০২২ সালের সেরা ৫ অ্যান্ড্রয়েড স্মার্টফোন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।