বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সর্বশেষ ১৫ মিনিটের ব্রাউজিং হিস্ট্রি মুছে দেয়ার অপশন চালু হতে যাচ্ছে। এমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। খবর দ্য ভার্জ।
একটি বিবৃতিতে গুগলের নেড অ্যাড্রিআন্স জানান, আমরা গুগল অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য একটি ফিচার আনতে যাচ্ছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সবার জন্য উন্মুক্ত হবে। উপকারী এ ফিচার অন্যান্য প্লাটফর্মেও খুব তাড়াতাড়িই আসবে।
অবশ্য ভার্জ জানায়, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটি আসবে এমন বলা হলেও এরই মধ্যে অনেকে ফিচারটি পেয়েছেন। অপশনটি গুগল অ্যান্ড্রয়েড অ্যাপের প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করলে ডিলিট লাস্ট ১৫ মিনিট নামে দেখা যাচ্ছে।
গুগল গত বছর মে মাসে এটি আসবে বলে জানালেও একটু দেরি করেই ফিচারটি আসছে। প্রতিষ্ঠানটি তখন জানিয়েছিল, গত বছরের শেষ নাগাদ ফিচারটি উন্মুক্ত হবে। আর বর্তমানে এ ফিচার ডেস্কটপে কবে আসতে পারে, সেটি সম্পর্কে এখনো কিছু জানায়নি গুগল। এছাড়া গুগলের আরো একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে যথাক্রমে ৩, ১৮ ও ৩৬ মাসের ইতিহাস মুছে ফেলা যাবে।
কম্পিউটার ব্যবহারকারীরা সাবধান! ফাইল নষ্টে আক্রমণ চালাচ্ছে হ্যাকাররা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।