অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে পেয়েছেন তারকাখ্যাতি। মূলত চরিত্র নির্ভর যে কোনো গল্পেই নিজেকে মানিয়ে নিয়ে নিদারুণ অভিনয় করে যেতে পারেন। তিনি রুনা খান। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন আপন গতিতে। নিয়মিত ওয়েব প্ল্যার্টফর্ম ও ফ্যাশন শো-গুলোতে বেশ দাঁপিয়ে বেড়াচ্ছেন।
এ প্রসঙ্গে আমাদের সময় অনলাইন থেকে জানতে চাওয়া হয়, অভিনয়ে ওয়েবে কেমন যাচ্ছে সময়?
তিনি বলেন, অভিনয়শিল্পী হিসেবে দেশের যতগুলো মাধ্যম আছে সর্বত্রই থাকতে চাই। ২০১৯ সালে হইচইয়ে মুক্তি পেয়েছিল আমার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘কষ্ট নীড়’। আমার কাছে আসলে মনে হয় কী একজন অভিনয়শিল্পীর অভিনয় করার যতগুলো মাধ্যম আছে তাতে আমার কাজটা একই সেটা হচ্ছে অভিনয় করা। এখন মাধ্যমগুলো যখন পরিবর্তন হয়, তখন কৌশলগত কিছু পরিবর্তনও ঘটে যায়। ওয়েবের ব্যাপারে আমার কাছে ইতিবাচক দিক হলো বাজেটটা ভালো পাওয়া যায় সত্যি বলতে।
রুনা খান আরও বলেন, তাই নির্মাতাদের গল্প বলার ধরন বা নির্মাণ কৌশল, সকল কিছুর প্রতিই তখন নির্মাতারা মনযোগি হতে পারেন। অভিনয়শিল্পীদের ক্ষেত্রে ওয়েবের গল্প, চরিত্র ফুটিয়ে তুলতে এসবের পেছনে শ্রম দেওয়া হয়। রিহার্সালও ভালো ভাবে করা যায়। সেটা নাটকে আসলে সম্ভব হয়ে উঠে না। তাই ওয়েবে ভালো কিছু পাওয়া যায় কিংবা দেখা যায়। যেটা আসলে অভিনয়শিল্পীর জন্য দিনশেষে খুবই জরুরি দরকার।
প্রসঙ্গত, অভিনয়ে রুনা খান নাগরিক নাট্য সম্প্রদায়ের একজন কর্মি হিসেবে ২০০২ সালে যোগ দিয়েছিলেন মঞ্চে। তারপর ২০০৫ সালে সিসিমপুরের মধ্য দিয়ে পেশাগত জায়গা থেকে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তারপর তাকে ২০১৭ সালে সিনেমার রঙিন পর্দায় দেখা গেছে ‘হালদা’, ‘ছিঁটকিনি’র মাধ্যমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।