ওয়েব সিরিজ দেখে ওমর সানীর মনে হলো নীল ছবি চালানোর পাঁয়তারা চলছে

ওমর সানী

বিনোদন ডেস্ক : সম্প্রতি ওটিটি প্ল্যাটফরমের কনটেন্ট নিয়ে মুখ খুলেছেন অনেকেই। সেন্সরশিপ না থাকায় সেখানে এখন পূর্ণবয়স্ক কনটেন্টের ছড়াছড়ি। এবার সে বিষয়টি নিয়েই কথা বলেছেন ওমর সানী।

ওমর সানী

গতকাল ফেসবুক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা। নাম উল্লেখ না করে তিনি লেখেন, ‘ওয়েব সিরিজে যা দেখলাম তাতে মনে হচ্ছে ব্লু ফিল্ম চালানোর একটা পাঁয়তারা। আর এটা যদি হয় শৈল্পিক, তাহলে ময়ূরী, মুনমুনদের কিছু পরিচালক ল্যাংটা বলতেন। আর এখন কী দেখছেন, গাধার বাচ্চা। পেছনে ফিরে তাকাই।’

বরাবরই সাম্প্রতিক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন ওমর সানী। গত মঙ্গলবার শাকিবের ‘প্রিয়তমা’ ছবিতে ওপার বাংলার টিভি অভিনেত্রী ইধিকা পালের অন্তর্ভুক্তি নিয়েও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন।

তার মতে, প্রিয়তমা বলতে তিনি বোঝেন সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমাকে। কিন্তু এখনকার ‘প্রিয়তমা’ দেখে একপ্রকার হতাশ তিনি।

নয় মাস পূর্ণ হলো ছেলের, নয়টি কেক কেটে উদযাপন রাজ-পরীর

শেষবার ওমর সানীকে শুটিং করতে দেখা যায় ‘সোনার চর’ সিনেমায়। এতে ওমর সানী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।