বড় চমক নিয়ে আসছেন কাজল

ওয়েব সিরিজে কাজল

ওয়েব সিরিজে পা রাখলেন কাজল

বিনোদন ডেস্ক : ওয়েব সিরিজে একে একে পা রাখছেন বলিউড তারকারা। সেই তালিকায় এবার যুক্ত হল কাজলের নাম। তিনিও এবার ওয়েব সিরিজে একদম অন্য চরিত্রে। গত আড়াই বছরের একটা বড় সময় গৃহবন্দি মানুষ একটি বিষয়ে মানসিকভাবে নিজেদের তৈরি করে ফেলেছেন। আর তা হল হলে না গিয়ে ঘরে বসেই ওয়েব সিরিজ দেখা। ওয়েব সিরিজ এখন নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে।

ওয়েব সিরিজে কাজল

সিনেমা আর সিরিয়ালের এই অন্য মিশ্রণে মজে আছেন দর্শক। দর্শকদের মন বুঝে তাই এবার সিনেমার পর্দায় নায়ক, নায়িকারা একে একে পা রাখছেন ওটিটি জগতে। সেই তালিকায় যুক্ত হল কাজলের নাম।

অজয়পত্নী যে একজন শক্তিশালী অভিনেত্রী তা নিয়ে প্রশ্ন ওঠেনা। তবে গত কয়েক বছরে খুব কম কাজ করেছেন তিনি। এবার সেই কাজল পা রাখলেন ওটিটি প্ল্যাটফর্মে।

কাজল যে ওয়েব সিরিজে কাজ করেছেন তার প্রথম ঝলক কেবল সামনে এসেছে। আর তাতে তাঁকে সাদা কালো পোশাকে দেখা গেছে। ওয়েব সিরিজের নাম দ্যা গুড ওয়াইফ, পেয়ার, কানুন, ধোকা।

এখানে এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। কাজল নিজেই জানিয়েছেন, তিনি জীবনে নানা চরিত্রে অভিনয় করেছেন। তবে কখনও আইনজীবীর চরিত্রে অভিনয় করেননি।

নতুন সংসার জীবন নিয়ে যা বললেন পূর্ণিমা

কাজল ওটিটি প্ল্যাটফর্মের গুণগান গেয়ে সাফ জানিয়েছেন, ওয়েব সিরিজ অভিনেতাদের নতুন কিছু করার একটা বড় সুযোগ দিচ্ছে। ওয়েব সিরিজের নাম ও তাঁর চরিত্র একদম এক। তবে আইনজীবী হিসাবে নিজেকে তুলে ধরাটা একটা অনন্য অভিজ্ঞতা। ডিজনি হটস্টারে এই ওয়েব সিরিজ আসতে চলেছে।