বিনোদন ডেস্ক : দর্শকদের যেমন দিচ্ছে নতুন স্বাদ, তেমনি অভিনয়শিল্পীদের রোজগারেরও নতুন পথ খুলে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। বলিউডের একের পর এক ফ্লপ সিনেমার ভিড়ে ওটিটিতে ওয়েব সিরিজ কিংবা ওয়েব সিনেমার জয়জয়কার চলছে, যা অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিচ্ছে সুখবরের বার্তা।
বলিউডের নামি-দামি অনেক তারকাই এখন ওটিটিতে আগ্রহী হয়ে উঠছেন। সেখান থেকে তারা কে, কী পরিমাণ আয় করছেন, তার একটি হিসাব দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, অজয় দেবগন সবচেয়ে বেশি অর্থ নিচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মে। ‘রুদ্র: দ্য এইজ অব ডার্কনেস’ দিয়ে তার ওটিটিতে যাত্রা শুরু হচ্ছে। আর এই সিরিজের জন্য ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
সাইফ আলী খান সেক্রেড গেমসের আটটি এপিসোডের জন্য নিয়েছেন ১৫ কোটি রুপি। এই সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। ওটিটি দিয়ে পরিচিতি পাওয়া পঙ্কজ ত্রিপাঠি সেক্রেড গেমসের জন্য ১২ কোটি এবং মির্জাপুর-২ এর জন্য ১০ কোটি রুপি নিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া খবর দিয়েছে।
বলিউডে প্রশংসিত অভিনেতা মনোজ বাজপাই দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনের জন্য নিয়েছেন ১০ কোটি রুপি। বলিউডে সিনেমাগুলোর ফ্লপ করার জন্য তারকাদের উচ্চ পারিশ্রমিক নেওয়াকে দায়ী করে আসা নওয়াজউদ্দীন সিদ্দিকীও ওটিটিতে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবর। সেক্রেড গেমসের দ্বিতীয় সিজনের জন্য ১০ কোটি রুপি নিয়েছেন তিনি।
অভিনেত্রীদের মধ্যে ওটিটিতে আলোচিত রাধিকা আপ্টে সেক্রেড গেমসের এর এজেন্ট চরিত্রে অভিনয়ের জন্য নিয়েছেন ৪ কোটি রুপি। দক্ষিণের আলোচিত তারকা সামান্থা রুথ প্রভু দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনের জন্য ৪ কোটি রুপি নিয়েছেন বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বলিউড সিনেমায় অপাঙক্তেয় হয়ে পড়া ববি দেওলের জন্য সুখবর নিয়ে এসেছে ওটিটি। আশ্রম সিরিজের জন্য তিনি দেড় কোটি রুপি নিয়েছেন। হালের আলোচিত অভিনেতা আলী ফজল মির্জার দ্বিতীয় সিজনের প্রতিটি পর্বের জন্য ১২ লাখ রুপি নিচ্ছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।