রূপালি ইলিশ চেনার সহজ উপায়

Brush Stroke

বর্ষা মৌসুমের শেষভাগে চকচকে রুপালি ইলিশে ভরে ওঠছে বাজার। কিছুদিন আগেও ইলিশ খুঁজে পাওয়াটা দুষ্কর ছিল। মাঝারি ও বড় আকৃতির ইলিশই বেশি।

Brush Stroke

আকৃতিতে বড়, সাদা চকচকে রঙ হলেই কি ইলিশ স্বাদের হয়, এমন দ্বিধা দ্বন্দ্ব কিন্তু ক্রেতাদের মাঝে প্রায়ই দেখা যায়।

Brush Stroke

বাংলাদেশের ইলিশের তিনটি উপপ্রজাতি রয়েছে। উপকূলীয়, মেঘনা ও পদ্মার ইলিশ। এর মধ্যে পদ্মার ইলিশ দৈর্ঘ্যে ছোট ও প্রস্থে বড় হয়।

Brush Stroke

এদের পেটটা একটু মোটা ও আয়তনে ছোট হয়। আর এর গায়ের রঙ হয় সাদা চকচকে। অন্যদিকে উপকূলের ইলিশ খানিকটা সরু ও লম্বাটে হয়।

Brush Stroke

এদের স্বাদ অন্য দুই ইলিশের উপপ্রজাতির তুলনায় কম। আর মেঘনার ইলিশ মাঝারি আকৃতির ও পেটের দিকটা একটু কালচে হয়ে থাকে।

Brush Stroke

সাধারণত বর্ষার মাঝামাঝি সময়ের ইলিশ বেশি সুস্বাদু হয়। লোনা ও মিঠা পানির ওপর নির্ভর করে ইলিশের স্বাদ বাড়ে ও কমে।

Brush Stroke

ডিম ছাড়া আগের ইলিশ বেশি তেলযুক্ত ও সুস্বাদু থাকে। ডিমওয়ালা কিংবা ডিম ছাড়ার পরের ইলিশের পেটি অনেকটা পাতলা হয়ে যায়।

Brush Stroke

পদ্মার ইলিশ স্রোতের উল্টো দিকে ঘোলা পানি দিয়ে দীর্ঘপথ পাড়ি দেওয়ার ফলে এর গায়ের রঙ সাদা চকচকে হয়ে ওঠে।

Brush Stroke

আর পদ্মার পানিতে পলি বেশি থাকে, ফলে তা ঘোলাটে হয়। এর ফলে এতে ডায়াটম নামে একধরনের শৈবাল তৈরি হয়।

Brush Stroke

অন্যদিকে মেঘনায় থাকে সবুজ নীলাভ শৈবাল। যা খেলে ইলিশের স্বাদ ভালো হয়, তবে তা পদ্মার মতো হয় না।

Brush Stroke

আর সমুদ্রের ইলিশ খায় সামুদ্রিক শৈবাল, ফলে এর স্বাদ অন্য দুটির চেয়ে কম হয়। তাই  রূপালি ইলিশ কেনার সময় আকৃতি ও রঙ দেখে নিন।