কাগজের মতো ডিসপ্লের এই সাদামাটা ফোনে মজেছে গোটা দুনিয়া

Brush Stroke

সম্প্রতি বিভিন্ন জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এমনই একটি ফিচার ফোন Mudita Pure। এই ফোন ব্যবহারে মিলবে মানসিক শান্তি।

Brush Stroke

সাদা ও কালো রঙে ফোন পাওয়া যাবে। ফিচার ফোনে ই-ইঙ্ক সাদাকালো ডিসপ্লে ব্যবহার হয়েছে।  অপারেটিং সিস্টেম রক্ষা করবে গোপনীয়তা।

Brush Stroke

কোম্পানি জানিয়েছে এই ফোনে খুব কম SAR ভ্যালু থাকছে। ফলে ফোনে কথা বলার সময় শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।

Brush Stroke

ফোনে গান শুনতে সকলেই পছন্দ করেন প্রায় সকলেই। এই কারণেই এই ফোনে দুর্দান্ত স্পিকার সিস্টেম ব্যবহার হয়েছে। 

Brush Stroke

অপারেটিং সিস্টেম খুব বেশি ব্যাটারি খরচ করবে না। সঙ্গে রয়েছে ই-ইঙ্ক ডিসপ্লে। এই ফোনে রয়েছে 1,600 mAh ব্যাটারি থাকছে। 

Brush Stroke

এই ফোনে থাকছে একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ই-ইঙ্ক ডিসপ্লের কথা মাথায় রেখে বিশেষভাবে এই অপারেটিং সিস্টেম ডিজাইন করা।

Brush Stroke

ফোনে রয়েছে 2.84 ইঞ্চি ই-ইঙ্ক ডিসপ্লে। এই ডিসপ্লেতে 600x480 পিক্সেলস রেজুলেশন পাবেন। উপরে থাকছে স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট প্রযুক্তি।

Brush Stroke

ফোনের ভিতরে রয়েছে Arm Cortex-M7 600MHz প্রসেসর। ফোনের ভিতরে থাকছে 64 MP SDRAM।

Brush Stroke

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 2G, 3G, 4G সাপোর্ট। Global LTE, UMTS/HSPA+ and GSM/GPRS/EDGE সাপোর্ট ।

Brush Stroke

Bluetooth 4.2 -এর মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সঙ্গে এই ফোন ফোন কানেক্ট করা যাবে। চলবে MuditaOS অপারেটিং সিস্টেম। 

Brush Stroke

মার্কিন মুলুকে Mudita Pure-এর দাম 369.99 মার্কিন ডলার। অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে এই স্মার্টফোন।