ওয়ানপ্লাসের দুনিয়া কাঁপানো সেরা ডিজাইনের স্মার্টফোন

Story By : zoombangla.com

ওয়ানপ্লাসের একটি বিশেষ স্মার্টফোন শীঘ্রই বাজারে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এখন এটি সত্যে পরিণত হতে যাচ্ছে।

Story By : zoombangla.com

OnePlus 10R Prime Blue Edition স্মার্টফোনটি সেপ্টেম্বরের ২২ তারিখে ভারতের মার্কেটে লঞ্চ করা হচ্ছে।

Story By : zoombangla.com

এই স্মার্টফোনের সবথেকে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে ১২জিবি র‍্যাম থাকবে এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে।

Story By : zoombangla.com

স্মার্টফোনটি ৪৫০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা পরিচালিত হবে। পাশাপাশি ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকবে।

Story By : zoombangla.com

ওয়ান প্লাস এর নতুন ডিভাইসে শূন্য থেকে পূর্ণ চার্জ হতে মাত্র ৩২ মিনিট সময় নেয়। এবার স্মার্টফোনটির ডিজাইন ও কালারে বৈচিত্র‍্যতা দেখা যাবে।

Story By : zoombangla.com

আকর্ষণীয় নীল কালারের ডিজাইনে এটি বাজারে দেখা যাবে। স্মার্টফোনটির মধ্যে ৬.৭ ইঞ্চি এমোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে।

Story By : zoombangla.com

এবং ১২০ হার্জ রিফ্রেশ-রেটের ফিচার রয়েছে।‌ স্মার্টফোনটি মিডিয়াটেক এর ডাইমেনসিটি ৮১০০ চিপসেট দ্বারা চালিত হবে।

Story By : zoombangla.com

ওয়ান প্লাসের স্মার্টফোনে অক্সিজেন অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকবে। স্মার্টফোনের পেছনে তিনটি ক্যামেরা থাকবে এবং প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল।

Story By : zoombangla.com

পাশাপাশি ৮ মেগাপিক্সেল এর আলট্রা-ওয়াইড ক্যামেরা লেন্সও রয়েছে। ১১৯ ডিগ্রি Field of Views ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।

Story By : zoombangla.com

আমাজন ইন্ডিয়া এর ভাইস প্রেসিডেন্ট জানায় ওয়ান প্লাসের সাথে তাদের বন্ধুত্ব সেলিব্রেশন করবে ভারতের সকল কাস্টমারদের সাথে নিয়ে।

Story By : zoombangla.com

ওয়ান প্লাস ইন্ডিয়া এর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান যে তারা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভালো মূল্যে ভারতের কাস্টমারদের প্রদান করতে চান।

Story By : zoombangla.com