জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে হেলিকপ্টারে পুত্রবধূর ঘরে আসার সংবাদে একইভাবে নিজ পুত্রবধূকেও ঘরে আনার স্বপ্ন দেখেন জানা আলী এবং তার স্ত্রী মনোয়ারা বেগম। কিন্তু সাধ থাকলেও সাধ্য হয়ে না ওঠার কারণে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। অবশেষে দীর্ঘদিন অপেক্ষার পর সেই আশা পূর্ণ হয়েছে তাদের।
এ আশা জাগে যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের জানা আলী দপ্তরি এবং তার স্ত্রী মনোয়ারা বেগমের। বাবা-মায়ের এ স্বপ্ন পূরণে হেলিকপ্টারে করে স্ত্রীকে নিয়ে ঘরে এসেছেন আমিনুর রহমান। শনিবার দুপুরে জানা আলীর পুত্রবধূ শিলা বাড়িতে আসেন হেলিকপ্টারে। এ দৃশ্য দেখতে স্থানীয় শায়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার নারী-পুরুষ ভিড় করেন।
স্থানীয় শফিকুল ইসলাম বলেন, গ্রামের মানুষ এত কাছে থেকে কোনোদিন হেলিকপ্টার দেখতে পায়নি। আমিনুরের বিয়ে উপলক্ষে হেলিকপ্টার গ্রামে আসায় গ্রামবাসী আনন্দিত এবং গর্বিত।
আমিনুরের ভাই আব্দুর রহমান বলেন, তার ছোট ভাই বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য হেলিকপ্টার করে বউ নিয়ে গ্রামের বাড়িতে আসেন। এতে একদিকে তার ছোট ভাই বাবা-মায়ের স্বপ্নটা পূরণ করেছে অন্যদিকে গ্রামবাসীও হেলিকপ্টার দেখে আনন্দ পেয়েছে।
নববধূ শিলা বলেন, আমার স্বামী তার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করেছেন। পাশাপাশি অনেক ভালো লেগেছে নতুন এক অভিজ্ঞতায়। গ্রামবাসী আমাদের বরণ করে নেয়াটাও অনেক উপভোগ করেছি।
আমিনুর রহমান বলেন, আমরা তিন ভাই এবং দুই বোন। ছোট ছেলে হিসেবে বাবা-মায়ের শখ পূরণ করতে হলো। তাই ঘণ্টায় এক লাখ ৮৫ হাজার টাকা হিসেবে হেলিকপ্টারটি ভাড়া করে স্ত্রীকে ঘরে এনে বাবা মায়ের শখ পূরণ করেছি।
আমিনুর রহমানের পিতা জানা আলী বলেন, এক সময় পরিবারের মাঝে আমরা আলোচনা করতাম এক ছেলের বউ হেলিকপ্টারে বাড়িতে আনবো। সে কথা মনে রেখে আমিনুর বাড়িতে হেলিকপ্টারে বউ এনেছে। এতে খুব শান্তি পেয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।