বিনোদন ডেস্ক : বর্ষার মধ্যেই গুমট গরম। হঠাত্ ঝরছে এক পশলা বৃষ্টি। প্রকৃতির এমন খামখেয়ালিপনা মেনেই সাজতে হচ্ছে এখন। পরামর্শ দিয়েছেন রেড বিউটি স্যালনের রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন। শুনেছেন জিনাত জোয়ার্দার রিপা
সাজে স্নিগ্ধ ভাব বজায় রাখুন
বৃষ্টিতে এমনিতেই প্রকৃতিতে আসে আরামদায়ক কোমলতা। এ সময় স্নিগ্ধতা ভালো লাগে, তাই মিনিমাল মেকআপ টোনই রাখুন, দেখতে ভালো লাগবে। আর সন্ধ্যার সাজে হালকা মেকআপেই ফুটিয়ে তুলতে পারেন অভিজাত লুক।
সাজের শুরুতে
শ্রাবণসন্ধ্যার বৃষ্টি যেন মিনিমাল সাজটাকে নষ্ট না করতে পারে, সেদিকেও মনোযোগ দিতে হবে।
ফাউন্ডেশন, আইলাইনার, কাজল যা-ই ব্যবহার করুন না কেন, সব যেন ওয়াটারপ্রুফ হয়। ফাউন্ডেশনের পরিবর্তে ব্যবহার করতে পারেন বিবি ক্রিমও। এই ঋতুতে পাওয়া যায় বেলি-টগরের মতো ফুল। গাজরার মালাও সহজলভ্য। সন্ধ্যার সাজে তাজা ফুলের ব্যবহার এনে দেবে সতেজ স্নিগ্ধতা।
এখন সময় গাজরা, বেলির
এই ঋতুতে পাওয়া যায় বেলি-টগরের মতো ফুল। গাজরার মালাও সহজলভ্য। সন্ধ্যার সাজে তাজা ফুলের ব্যবহার এনে দেবে সতেজ স্নিগ্ধতা।
চুল খোলা হোক বা বেণি, খোঁপা সব স্টাইলেই মানিয়ে যাবে ফুল। শুধু চুলে নয়, ফুলের মালা হাতে জড়িয়ে নিলেও দেখতে ভালো লাগবে। তাজা ফুলের গন্ধে মাতোয়ারা হবে মন।
চোখ জুড়ানো চোখের সাজ
সন্ধ্যায় রোদের জ্বালাতন থাকে না বলে চোখের সাজে মন ঢেলে দিতে পারেন অনায়াসে। স্মোকি, হালকা বাদামি, মভ, ব্রিক, অরেঞ্জ, সাদা ও সোনালি রঙের মিশ্রণের আইশ্যাডো দিয়ে চোখ সাজাতে পারেন।
গাঢ় কাজলও খুব সুন্দর মানাবে সন্ধ্যার সাজে। জর্জেট, লিনেন, মসলিন, শিফন, সিল্কের মতো উপাদানে তৈরি পোশাক আরাম যেমন দেবে, তেমনি মানিয়ে যাবে সাজেও। হঠাত্ বৃষ্টিতে লেপ্টে থাকবে না শরীরে, শুকিয়ে যাবে সহজেই।
ঠোঁটে রঙের বাহার
ঠোঁটে স্নিগ্ধতা আনতে পারেন লিপগ্লস বা লিপবাম ব্যবহার করে। গাঢ় রঙে ঠোঁট রাঙাতে চাইলে লাল রঙের গাঢ় লিপস্টিক ব্যবহার করতে পারেন। শুরুতে লিপ পেনসিল দিয়ে ঠোঁট সামান্য বাড়তি করে একে তা আঙুলের সাহায্যে ছড়িয়ে দিন। খেয়াল রাখুন গাঢ় রং যেন ঠোঁটের ভেতরের দিকেই থাকে। ঠোঁট টান টান ও ভরাট দেখাতে হাইলাইটারের সাহায্য নিতে পারেন। গায়ের রঙের সঙ্গে মানিয়ে যায় এমন শেডের লিপস্টিকই নিন।
পোশাকটা আরামের, মানানসই
শাড়ি, কামিজ, টপস, কুর্তি, ফতুয়া-পোশাক যা-ই পরুন, মনোযোগ দিতে হবে পোশাকের ম্যাটেরিয়ালে। জর্জেট, লিনেন, মসলিন, শিফন, সিল্কের মতো উপাদানে তৈরি পোশাক আরাম যেমন দেবে, তেমনি মানিয়ে যাবে সাজেও। হঠাত্ বৃষ্টিতে লেপ্টে থাকবে না শরীরে, শুকিয়ে যাবে সহজেই। সন্ধ্যার সাজে স্নিগ্ধতার সঙ্গে খেয়াল রাখতে হবে হঠাত্ আবহাওয়া গুমট হলেও সাজ যেন গলে না যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।