তফশিলকে স্বাগত জানিয়ে আ. লীগের আনন্দ মিছিল

জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে। তফশিল ঘোষণার পরপরই বুধবার রাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, যশোর, ময়মনসিংহ গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করা হয়। এ সম্পর্কে ব্যুরো, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : নগরীর আন্দরকিল্লা দলীয় কার্যালয় থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নেতৃত্বে মিছিল বের করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সংগঠনের সভাপতি মোতাহেরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ ও মিছিলে অংশ নেন প্রদীপ দাশ, খোরশেদুল আলম, মো. নাছির প্রমুখ। এ ছাড়া নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় যুবলীগ নেতা সালাউদ্দিনের নেতৃত্বে মিছিল বের করা হয়।

রাজশাহী : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

বরিশাল : নির্বাচনি তফশিলকে স্বাগত জানিয়ে বরিশালে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ। আনন্দ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে, তফশিলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছে বিএনপি। পাশাপাশি তফশিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখা।

ফরিদপুর : জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে আওয়ামী লীগ কার্যালয় হতে এক আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশ হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটা প্রাণবন্ত নির্বাচন হবে সবাই সেটা প্রত্যাশা করে। আর তাই প্রত্যেক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

মানিকগঞ্জ : জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল বের করা হয়। জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-সভাপতি সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।

টাঙ্গাইল : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপির নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ মিছিল বের করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, নাহার আহমদ প্রমুখ।

খাগড়াছড়ি : দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর অংশ নেন।

মৌলভীবাজার : শহরের চৌমুহনীতে আনন্দ মিছিল বের করা হয়। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাটোর : স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শহরের কানাইখালি থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। এতে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোস্তারুল ইসলাম আলম উপস্থিত ছিলেন। বাগাতিপাড়ায়ও আনন্দ মিছিল করা হয়।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলা ও উলিপুর উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণমিছিল করে। এতে গণমিছিলে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে শত শত নেতাকর্মী আনন্দ মিছিল করে। তারা নৌকার পক্ষে স্লোগান দেয়। উপজেলার সফিপুর বাজারে আনন্দ মিছিলে যোগ দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

ময়মনসিংহ : ভালুকা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল বের হয়। এ নেতৃত্ব দেন কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ভালুকা পৌরসভার মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন প্রমুখ। এছাড়া ত্রিশাল, গৌরীপুর, নান্দাইল, ধোবাউড়া, মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলায় আনন্দ মিছিল হয়েছে।

রায়পুর (লক্ষ্মীপুর) : উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠানের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল করা হয়।

গজারিয়া (মুন্সীগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থকরা আনন্দ মিছিল করে।

চাটখিল (নোয়াখালী) : চাটখিল উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুলের নেতৃত্বে মিছিল বের করা হয়।

দেবিদ্বার (কুমিল্লা) : কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ রোশন আলী মাস্টারের নেতৃত্বে মিছিল বের করা হয়।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : উপজেলা আওয়ামী লীগ শহরে আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইদ্রিস আলী আমিরুল ইসলাম আরজু প্রমুখ।

লামা (বান্দরবান) : লামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামালের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ মিছিল করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর-মেয়র জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাস প্রমুখ অংশ নেন।

আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রমুখ।

এছাড়া গাজীপুরের টঙ্গী ও শ্রীপুর, চাঁদপুর, পিরোজপুর, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ, শরীয়তপুরের ড্যামুডা, হবিগঞ্জের চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ, মানিকগঞ্জের সিঙ্গাইর, লক্ষ্মীপুর, নেত্রকোনার দুর্গাপুর। রাজবাড়ী গোয়ালন্দ, কুমিল্লার চান্দিনা, নওগাঁর রাণীনগরে আনন্দ মিছিল হয়।