সুয়েব রানা : হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ডিসেম্বর ২০২৫ মাসের কল্যাণ ও অপরাধ সভা তামাবিল হাইওয়ে থানায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ আবদুল মাবুদ তামাবিল হাইওয়ে থানায় পৌঁছালে শুরুতেই হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ও থানার অফিসার ইনচার্জ ( ওসি) সঞ্চয় চক্রবর্তী ডেপুটি ইন্সপেক্টরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে অভিবাদন জানান। পরে থানা প্রাঙ্গণে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
পরে প্রধান অতিথি থানার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এরপর তামাবিল হাইওয়ে থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত কল্যাণ ও অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতায় ৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি)রা তাদের বিভিন্ন কার্যক্রম তোলে ধরেন। এছাড়া ও ডিসেম্বর মাসে সড়ক নিরাপত্তা কার্যক্রম, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং হাইওয়ে পুলিশের সদস্যদের কল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা, শৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাইওয়ে পুলিশ দেশের সড়ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। তিনি সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং অপরাধ দমনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি সবাইকে পেশাদার আচরণ বজায় রেখে জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখসহ সিলেট জেলার আওতাধীন ৭টি হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


