স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস শিগগিরই ঢাকায় আসবেন বলে জানিয়েছেন অ্যান্টিগা ও বারবুডার পররাষ্ট্রমন্ত্রী চেট গ্রিনি, যিনি বর্তমানে বাংলাদেশে রয়েছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে এমনটা জানিয়েছেন গণমাধ্যমে।
চলতি বছর অ্যান্টিগা কনস্যুলেট খুললে ভিভ ঢাকায় আসবেন, এমনটা জানিয়ে গ্রিন বলেন, ‘বাংলাদেশ থেকে যারা অ্যান্টিগায় যেতে চায় বা বিনিয়োগ করতে চায় তাদের জন্য কনস্যুলেটটি সুবিধাজনক হবে।
একই সময়ে এটি অ্যান্টিগুয়ানদের জন্যও সহায়ক হবে যারা বাংলাদেশে আসতে বা বিনিয়োগ করতে চান। আমাদের সরকার এশিয়ায় আরও জড়িত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে সম্পর্ক শুরু করার জন্য সম্ভবত বাংলাদেশই সেরা জায়গা।’
বাংলাদেশের সঙ্গে পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় অ্যান্টিগা। এমনটা জানিয়ে গ্রিন যোগ করেন, ‘বাংলাদেশের নাগরিকরা ওয়েস্ট ইন্ডিজের বিশ্ববিদ্যালয়ে পর্যটন বিষয়ে পড়াশোনা করতে পারে, যার জন্য তারা বৃত্তি প্রদান করবে। এ ছাড়াও অ্যান্টিগা দুই দেশের মধ্যে একটি ভিসামুক্ত ব্যবস্থার প্রস্তাব করেছে, যা দুই দেশ একে অন্যকে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা প্রদানের অনুমতি দেবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।