আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে ‘ইউক্রেনের শর্ত অনুযায়ী’ শান্তি আলোচনা করতে— ইউক্রেন ও পশ্চিমাদের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জি-৭ জোটের সদস্য ও এশিয়ার কয়েকটি দেশ অংশ নিয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে গত ১৬ ডিসেম্বর বৈঠকটি হয়। এতে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। অপরদিকে চীন বৈঠকটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে ব্লুমবার্গ।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ছোট পরিসরে হওয়া এ বৈঠকে ইউক্রেনের ‘শান্তি ফর্মুলার’ ওপর স্বাধীন এবং আরও খোলামেলা আলোচনা হয়েছে। এছাড়া শান্তি আলোচনা এগিয়ে নেওয়া এবং ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে বৈঠকের নীতি নিয়ে কথাবার্তা হয়েছে।
তবে বৈঠকটি গুরুত্বপূর্ণ কোনো অগ্রগতি বা সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ব্লুমবার্গ।
নতুন সরকারের চ্যালেঞ্জ অগ্নিসন্ত্রাসের মূলোৎপাটন ও স্মার্ট বাংলাদেশ গড়া : তথ্যমন্ত্রী
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযানের’ নামে ইউক্রেনে সেনা পাঠান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় দুই বছর ধরে চলা এ যুদ্ধে ইউক্রেনের ১৭ শতাংশ ভূখণ্ড দখল করেছে রাশিয়ার সেনারা। এসব ভূখণ্ড পুনরুদ্ধারে গত বছরের সেপ্টেম্বরে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেনের সেনারা। এ অভিযানের লক্ষ্য ছিল নিজ ভুখণ্ড মুক্ত করা এবং রাশিয়াকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া— যেখান থেকে শান্তি আলোচনার ব্যাপারে অনেক ছাড় দিবে রাশিয়া। তবে ইউক্রেনের এ পাল্টা আক্রমণ পুরোপুরি ব্যর্থ হয়েছে। উল্টো গত কয়েকদিন ধরে রুশ বাহিনী ইউক্রেনের নতুন ভূখণ্ড দখল করছে।
সূত্র: আলজাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।