বিনোদন ডেস্ক : সেলিন ডিওন, জেনিফার লোপেজ, হ্যালি বেরিদের মতো একঝাঁক তারকাকে নিয়ে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হলো জমকালো ফ্যাশন শো। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারকারা জড়ো হন রিয়াদের এক অভিজাত হোটেলে।
আর দশটি ফ্যাশন শো’র মতোই রিয়াদের শো’তে ছিল একই দৃশ্য। পশ্চিমা স্টাইলে র্যাম্পিং, ক্যাটওয়াকের মতো নানা আয়োজন ছিল সেখানে।
সৌদি আরব মূলত ইসলামি বিধিবিধানে চলে। পোশাক পরিধানের ওপর রয়েছে কঠোর আইন। এর মধ্যেই অর্ধনগ্ন হয়ে মডেল ও অতিথিরা নানা পরিবেশনায় অংশ নেন।
২০০২ সালে প্রথম অস্কার জেতার সময় হলিউড অভিনেত্রী হ্যালি বেরি যে গাউন পরেছিলেন, সেই একই গাউন পরেছিলেন রিয়াদের ফ্যাশন শো’তে। ওই গাউনের সাজ তাকে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়।
আরব নিউজের এক প্রতিবেদন বলছে, এই ফ্যাশন শো-এর কারিগর মূলত এলি সাব। তিনি লেবানিজ ফ্যাশন ডিজাইনার। তার ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি হওয়ায় এই আয়োজন।
এ দিন মঞ্চে এলি সাবের ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হন মডেলরা। সেই প্রদর্শনীতে মধ্যপ্রাচ্যের লোককাহিনি ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধা জানানো হয়।
হলিউড অভিনেত্রী হ্যালি বেরি শো-এর উদ্বোধন করেন। এরপর জেনিফার লোপেজের গান দিয়ে শুরু করা হয় মূল অনুষ্ঠান। এ দিন তিনি মার্কিন গায়িকা গ্লোরিয়া গেনরের ‘আই উইল সারভাইভ’ গানের কয়েকটি লাইন দিয়ে পারফরম্যান্স শুরু করেন।
এরপর সিলভার এবং নীল রঙের পোশাক প্রদর্শন করা হয়। যেখানে এলি সাব লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানান। লেবানিজ গায়িকা ন্যান্সি আজরাম এবং মিসরীয় তারকা আমর দীবকে দিয়ে গান পরিবেশন করান। এরপর গায়িকা সেলিন ডিওন পারফর্ম করেন, এতে দর্শকদের ব্যাপকভাবে মেতে ওঠেন তার গানে। মূলত সেলিন ডিওনের পারফরম্যান্স দিয়েই শেষ হয় শো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।