Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

Mynul Islam NadimFebruary 1, 20252 Mins Read
Advertisement

খেলাধুলা ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের কাছে তৃতীয় টি-টোয়েন্টিতেও হেরে গেল নিগার সুলতানা জ্যোতির দল। এ হার দিয়ে তারা হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে। শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কেই হয়েছে দুই ফরম্যাটের পুরো ৬ ম্যাচ। যেখানে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা বাংলাদেশ নারী দল নির্ধারিত ২০ ওভারে ৮ ‍উইকেটে ১০৪ রান সংগ্রহ করে। এদিন বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছেন সফরকারী ব্যাটাররা। বিপরীতে বোলাররা লড়াইয়ের সম্ভাবনা জাগালেও সেটি টিকে ১৮.৩ ওভার পর্যন্ত। ৯ বল এবং ৫ উইকেট হাতে রেখেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

ওয়েস্ট ইন্ডিজ -বাংলাদেশ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে সফর করছে বাংলাদেশের মেয়েরা। তবে ফরম্যাটটিতে ২-১ ব্যবধানে সিরিজ হেরে তারা সেই সুযোগ আগেই হাতছাড়া করেছিল। ওয়ানডেতে একটি ম্যাচ জিতলেও, টি-টোয়েন্টিতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি জ্যোতিরা।

এদিন অসুস্থতায় ম্যাচটি খেলেননি ক্যারিবীয় অধিনায়ক হেইলি ম্যাথিউস। ফলে স্বাগতিকদের পক্ষে টস দিতে নামেন কারিশমা রামহারাক। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা দেখেশুনে শুরু করলেও ২৪ রানে ওপেনার মুর্শিদা খাতুনকে (১২ বলে ১৩) হারায়। আরেক ওপেনার দিলারা আক্তারও ঝড়ের আভাস দিয়ে ফেরেন ১৬ বলে ২১ রান করে। এরপর নিয়মিত বিরতিতে আউট হয়েছেন শারমিন আক্তার (৬), তাজ নেহার (১০) ও লতা মন্ডলরা (৫)। উইকেট হারানোর মিছিলে অধিনায়ক জ্যোতি যেমন যোগ্য পাননি, তেমনি রানের গতিও খুব একটা বাড়াতে পারেননি। খেলেছেন ৪৩ বলে ৩৩ রানের এক ধীরগতির ইনিংস।

বাংলাদেশ অধিনায়ক ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি। ফলে ২০ ওভারে তাদের পুঁজি দাঁড়ায় সর্বসাকুল্যে ১০৪ রান। বিপরীতে ক্যারিবীয় দলের পক্ষে জ্যানেলিয়া গ্লাসগো সর্বোচ্চ ৩ এবং জেইদা জেমস, অ্যাশমেনি মুনিসার ও অ্যাফি ফ্লেচার ১টি করে উইকেট নেন।

ছোট পুঁজি নিয়েও লড়াইয়ের সাহস দেখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। দলীয় ২৬ রানেই তারা স্বাগতিকদের দুটি উইকেট তুলে নেয়। ৭ রানে নেরিসা ক্র্যাপ্টনকে (৫) বোল্ড করেছেন সুলতানা খাতুন। ফাহিমা খাতুনের বলে ব্যক্তিগত ১০ রানে আরেক ওপেনার জেনাবা জোসেফও আউট হয়েছেন। লক্ষ্য ছোট হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ছোট ছোট জুটিই যথেষ্ট ছিল। উইকেট হারালেও তারা সেটা পূর্ণ করতে পেরেছে। দিয়েন্দ্রা দোটিন ১০ রান করে আউট হলেও, ক্যারিবীয় নারী দলের হয়ে দ্বিতীয় কোনো ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রান পূর্ণ করেছেন।

অবশেষে আবেগ ও আক্ষেপ নিয়ে শৈশবের ক্লাবে ফিরলেন নেইমার জুনিয়র

স্বাগতিকদের জয়টা এসেছে গ্লাসগো ও সাবিকা গজনবির ব্যাটে। গ্লাসগো’র ২৫ এবং গজনবির ২৭ রানের পর শেষদিকে ১৪ রান করে ওয়েস্ট ইন্ডিজের জয় তুলে নেন জেইদা জেমস। বিপরীতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সুলতানা ও ফাহিমা। রাবেয়া খান নেন ১ উইকেট।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket ইন্ডিজের ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ -বাংলাদেশ কাছে ক্রিকেট খেলাধুলা বাংলাদেশ হলো হোয়াইটওয়াশ,
Related Posts
মোস্তাফিজ

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

December 16, 2025
গুজরাটে মেসি

আম্বানির ডাকে গুজরাটে মেসি, ভারত ছাড়বেন কবে

December 16, 2025
মেসি

দশ হাজার কোটি টাকার বাধা, যে শর্তে ভারতে খেলেননি মেসি

December 16, 2025
Latest News
মোস্তাফিজ

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

গুজরাটে মেসি

আম্বানির ডাকে গুজরাটে মেসি, ভারত ছাড়বেন কবে

মেসি

দশ হাজার কোটি টাকার বাধা, যে শর্তে ভারতে খেলেননি মেসি

আইপিএল নিলাম

আইপিএল নিলাম: দলগুলোর বাজেট কত, কিনতে পারবে কতজন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

তানজিম সাকিব

আইপিএল মক নিলামে ৭৫ লাখ রুপিতে যে দলে তানজিম সাকিব

পিএসএল

জানা গেল কবে শুরু হবে পিএসএল

রেসলিং - জন সিনা

রেসলিং থেকে বিদায় জানিয়ে দিলেন জন সিনা

সৌদি যুবরাজ

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি যুবরাজের!

জন সিনা

রেসলিংকে বিদায় জানালেন জন সিনা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.