Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home জায়েদ খান-ওমর সানীকে নিয়ে যা বললেন ৪ জ্যেষ্ঠ শিল্পী
    বিনোদন

    জায়েদ খান-ওমর সানীকে নিয়ে যা বললেন ৪ জ্যেষ্ঠ শিল্পী

    Saiful IslamJune 17, 20224 Mins Read
    Advertisement

    বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সোনালি একটা সময় ছিল। গত এক দশকে রেকর্ড সংখ্যক সিনেমা হল বন্ধ হয়ে গেছে, আগের মতো নেই সিনেমা নির্মাণের হিড়িক। দেশের চলচ্চিত্র জগত এখনো আলোচনাতেই আছে, তবে সে আলোচনা চলচ্চিত্র নিয়ে নয়।

    একের পর এক অঘটন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আছে ঢাকাই সিনেমা জগত।

    সম্প্রতি ওমর সানী ও জায়েদ খানের মধ্যে বিরোধের একটি ঘটনা কেন্দ্র করে আবারও আলোচনা-সমালোচনা চলছে দেশে।

    ঢাকাই সিনেমার ভবিষ্যত, শিল্পীদের দ্বন্দ্বসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ ৪ চলচ্চিত্র তারকা সোহেল রানা, ববিতা, উজ্জ্বল ও রোজিনা।

    আমাদের শিল্পীসুলভ আচরণ করতে হবে: সোহেল রানা

       

    রূপালী পর্দার এক ‍সময়ের সাড়া জাগানো নায়ক সোহেল রানা বলেন, ‘আসলে মূল ঘটনা কী সেটাই তো কেউ প্রমাণ করতে পারেনি এখনো। শুধু অভিযোগ শুনছি। সত্যিই কি এমন ঘটনা ওমর সানী ও জায়েদ খানের মধ্যে ঘটেছিল বিয়ের অনুষ্ঠানে? ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না জায়েদ খান এমন কাজ করতে পারে। আমি শুনেছি ঘটনাটা। সত্যি যদি হয়, তাহলে ন্যাক্কারজনক। সত্য উদঘাটন করা দরকার।

    আমাদের সিনেমার নানা ঘটনা আর সিনেমার অবস্থা নিয়ে বলতে চাই- ফিল্ম ইজ ডেড। মানুষের ২ রকম মৃত্যু হয়, শারীরিক ও মানসিক মৃত্যু। আমাদের ফিল্মের অবস্থাও তাই হয়েছে।

    আমি মনে করি সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। শিল্পীরা সবার কাছে ভালোবাসার মানুষ। সেই ভালোবাসা ধরে রাখার জন্য আমাদের শিল্পীসুলভ আচরণ করতে হবে। জীবদ্দশায় কেউ যদি মরে যায়, তাহলে তো সমস্যা বাড়বেই।

    আমাযে সময় সবাই মেধাবী ছিলেন: ববিতা

    অভিনেত্রী ববিতা বলেন, ‘আমরা একটা স্বর্ণযুগ পার করে এসেছি সিনেমায়। সেই সময় বিখ্যাত সব পরিচালকরা ছিলেন। বিখ্যাত লেখকরা সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন। সব মেধাবীরা ছিলেন। আমাদের সিনেমা দেশে ও বিদেশে প্রশংসা কুড়িয়েছে। এদেশের ঘরে ঘরে বাংলাদেশের সিনেমার সুনাম ছিল। সিনেমা ছিল বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম।

    কিন্তু একটা সময়ে এসে সবকিছু কেমন যেন হয়ে গেল। সিনেমায় ভাটা পড়ে গেল। ভালো গল্পের সংকটসহ নানারকম সংকট দেখা দিল একটা সময়ে। সিনেমার বড় দর্শক ছিলেন নারীরা। পরিবার নিয়ে মানুষ প্রেক্ষাগৃহে যেতেন। কিন্তু গল্পের ধরন বদলে যাবার বদলে পরিবার নিয়ে সিনেমা দেখাটা কমে গেল।

    যারা সিনেমায় লগ্নি করছেন, তাদের টাকা তুলে আনাটাও কষ্টকর হয়ে পড়ে একটা সময়ে। এইসব নানা কারণে আমাদের সিনেমায় ভাটা পড়ল। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও ক্ষতির সম্মুখীন হলো, আমাদের সিনেমায় খরা চলছে।

    এখন সিনেমা আগের মতো না থাকলেও আছে নানা সমালোচনা। শিল্পীদের মানুষ সম্মান করবে, এটাই সারাজীবন দেখে আসছি। শিল্পীরাও উদার হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সিনেমার কিছু মানুষের জন্যই আমরা সমালোচিত হচ্ছি। সবারই সংযত হওয়া দরকার। শিল্পের মানুষের প্রতি আলাদা ভালোবাসা ও শ্রদ্ধা আছে সব মানুষের । তা ধরে রাখার কাজটি আমাদেরই করতে হবে।’

    আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অভিভাবকহীন: উজ্জ্বল

    আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অভিভাবকহীন। তাই নানা ঘটনা ঘটছে এখানে। স্বর্ণযুগের সিনেমার দিন শেষ হতে হতে আজকের এই অবস্থায় চলে এসেছে। আবার এটাও সত্য, কোনো কিছু ধ্বংস হলেই নতুন করে সবকিছু শুরু হয়।

    আমি সোনালি যুগের সিনেমার শিল্পী। সুপার সিনিয়র শিল্পী হিসেবে আমি মনে করি, শত নিরাশার মাঝেও আমি সিনেমা নিয়ে আশাবাদী মানুষ। আমি হতাশ নই। তরুণদের হাত ধরে আমাদের ফিল্ম একদিন জেগে উঠবে। দেশের বাইরেও নাম করবে। তরুণ পরিচালকরা কেউ কেউ ভালো করছেন। আমাদের আন্তর্জাতিকভাবে চিন্তা করতে হবে। দেশের বাইরেও সিনেমা মুক্তি পাচ্ছে। এটা ধরে রাখতে হবে ।

    আমাদের আগের মত হল নেই, সিনেমা নেই। কিন্ত নানা রকম আলোচনা ও সমালোচনা আছে। যদি সিনেমার সংখ্যা বেশি থাকত তাহলে হয়ত এরকম সমস্যা হত না। সাম্প্রতিক ঘটনা শিল্পী হিসেবে অবশ্যই কষ্ট দেয়।

    শিল্পী হিসেবে লজ্জা পাচ্ছি: রোজিনা

    রোজিনা বলেন, ‘ঢাকাই সিনেমায় অনেক কিছু দেখলাম। অনেক অভিজ্ঞতা হয়েছে। আমরা সোনালি সময় পার করে এসেছি। কাজেই সিনেমার ভবিষ্যত নিয়ে বলব- সিনেমার ভবিষ্যত শেষ। আমাদের ইন্ডাস্ট্রি যাচ্ছে কোথায়? সাম্প্রতিক ঘটনায় মাথা নিচু হয়ে আসছে। লজ্জা পাচ্ছি শিল্পী হিসেবে। ব্যক্তি স্বার্থের জন্য একজন মানুষ কতটা ঘৃণ্য কাজ করতে পারে? এইভাবে একজন শিল্পী আরেকজন শিল্পীকে পচাতে পারে?

    সেদিন ডিপজলের ছেলের বিয়েতে আমি ছিলাম। অনেক ভিআইপি অতিথিরা এসেছিলেন, অনেক নিরাপত্তা ছিল সেখানে। তারপরও এমন ঘটনা কখন ঘটল? কেউ দেখল না? আমি হতভম্ব, বিস্মিত। আমি বলব, সেদিন কিছুই হয়নি। একজন শিল্পী আরেকজন শিল্পীকে পচানোর জন্য ব্যক্তি স্বার্থে এই কাজটি করেছেন। কথায় আছে, চিলে কান নিয়েছে। আসলেই কি চিলে কান নিয়েছে? আমাদের আগে জানা দরকার চিলে কান নিয়েছে কি না, তা না জেনেই আমরা দৌড়াচ্ছি। এতে করে ক্ষতি হচ্ছে আমাদের সিনেমার।

    ইউক্রেনীয় মডেল লুইসায় মজেছে নেটিজেনরা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ৪ খান-ওমর জায়েদ জ্যেষ্ঠ নিয়ে বিনোদন শিল্পী সানীকে
    Related Posts
    ওয়েব সিরিজ

    প্রতি মুহূর্তে রোমান্সের দৃশ্য, সাহসী দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ!

    October 6, 2025
    Titanic

    টাইটানিক নায়িকা আরও যেসব ছবিতে পোশাক খুলেছিলেন

    October 6, 2025
    ওয়েব সিরিজ

    অদ্ভুত ক্ষমতা আর কামনার গল্পে রোমান্সের ঝড় নিয়ে এলো এই ওয়েব সিরিজ

    October 6, 2025
    সর্বশেষ খবর
    kyler murray injury update

    Kyler Murray Injury Update: Cardinals QB Briefly Exits Titans Game but Returns

    NYT Connections

    NYT Connections today for 848: See hints, help and answers for October 6, 2025

    বিয়ে

    কোন জিনিসটা মেয়েদের বিয়ের পর বেড়ে যায়

    ইন্টারপোলে হাসিনাসহ

    ইন্টারপোলে হাসিনাসহ ২৮ জনের নামে রেড নোটিশ জারির আবেদন, অগ্রগতি কতদূর

    ওয়েব সিরিজ

    প্রতি মুহূর্তে রোমান্সের দৃশ্য, সাহসী দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ!

    Titanic

    টাইটানিক নায়িকা আরও যেসব ছবিতে পোশাক খুলেছিলেন

    Kacha

    এক লাফে কাঁচা মরিচের দাম কমল ১৩০ টাকা

    ওয়েব সিরিজ

    অদ্ভুত ক্ষমতা আর কামনার গল্পে রোমান্সের ঝড় নিয়ে এলো এই ওয়েব সিরিজ

    ফুসফুস বা কিডনি

    ফুসফুস বা কিডনি সুস্থ আছে কিনা পরীক্ষা করুন চামচ দিয়েই

    Koron

    ‘চাহিদা মেটাতে করণের সঙ্গে প্রেম করেছিলাম’

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.