জুমবাংলা ডেস্ক : গত ১৮ ফেব্রুয়ারি সকাল। ওই সময় বাড়ির প্রধান ফটক খুলতেই দেখা গেলো সামনে পড়ে আছে সারা শরীরে অসংখ্য সুই ফোটানো লাল-সাদা রঙের একটি পুতুল। পুতুলের বুকের মাঝে পোঁতা বড় একটি পেরেক। পরদিন একইস্থানে মিলল কাফনের কাপড়ও। এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন ওই পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘাটকুল দক্ষিণপাড়ার রোকনুজ্জামানের বাড়িতে।
স্থানীয়দের ধারণা, জাদুটোনা করার জন্য কেউ হয়তো এমনটি করেছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী তাদের বাড়িতে ভিড় করেন। তাদের মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। অজানা শঙ্কায় অনেকেই দূর থেকে দেখলেও পুতুলের কাছে ভিড়ছেন না।
বাড়ির মালিক রোকনুজ্জামান জানান, গত ১৮ ফেব্রুয়ারি সকালে তাদের বাড়িতে বেড়াতে আসা আত্মীয় রাবেয়া খাতুনের চোখে পড়ে পুতুলটি। পরদিন কাফনের কাপড়টি দেখেন বাড়ির অন্য সদস্য। কেন, কারা এ কাজ করেছে সেটা বুঝতে না পারলেও এ নিয়ে অস্বস্তিতে দিন কাটছে পরিবারের সদস্যদের। এলাকায় কারো সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।
আত্মীয় রাবেয়া খাতুন বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলে বাইরে বের হওয়ার সময় আমি পায়ের পাশে একটি পুতুল পড়ে থাকতে দেখি। পরে পরিবারের সদস্য ও পাড়া-প্রতিবেশীদের খবর দেই।
স্থানীয় মসজিদের ঈমাম তিতুমির হোসেন বলেন, জাদুটোনা করার উদ্দেশ্যে কেউ এমন কাজ করতে পারে। আবার আতঙ্ক ছড়াতে কেউ এ রকম ঘটনা ঘটাতে পারে।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম বলেন, এ ব্যাপারে পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।