ঐশ্বর্যের সঙ্গে এই জঘন্য কাজ করেছিলেন আমির খান

ঐশ্বর্য-আমির খান

বিনোদন ডেস্ক : বলিউড মানেই চমকপ্রদ খবর, গসিপ আর কিছু ওপেন সিক্রেট। গ্ল‍্যামার ওয়ার্ল্ডে অভিনেতা অভিনেত্রীর মধ্যে অনস্ক্রিন যে বন্ধুত্ব দেখা যায় তেমনই অনেকক্ষেত্রে অফস্ক্রিন তাদের মধ্যে দেখা যায় ঠান্ডা লড়াই। কেউ কাউকে এড়িয়ে যান, কারো সঙ্গে কারো আবার মনোমালিন্য.. বলিউড তারকাদের নিজেদের মধ‍্যে এরকম সমস‍্যা খুবই সাধারণ। তবে এরই মধ্যে কিছু ব‍্যক্তিগত মনোমালিন্যের কারণ সামনে চলে আসে যা রীতিমতোন সাড়া ফেলে নেটমহলে।
ঐশ্বর্য-আমির খান
এই যেমন বর্তমানে ওপেন সিক্রেট হয়ে উঠেছে বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আর প্রাক্তন মিস ওয়ার্ল্ডের ব‍্যক্তিগত সম্পর্কের কথা। খবর একটা সময় আমির খান এমন আচরণ করেছিলেন যার জেরে আমির খানের সাথে স্ক্রিন শেয়ার করা বন্ধ করে দিয়েছিলেন ঐশ্বর্য রায় এমনকি পরবর্তী একসঙ্গে কাজও করেননি তারা।

আমির খান এবং ঐশ্বর্য রাই দুজনেই সফল অভিনেতা। 90 দশকের কিছু জনপ্রিয় বিজ্ঞাপনেও একসঙ্গে কাজ করেছিলেন তারা। তবে মিডিয়া রিপোর্ট থেকে বলা হচ্ছে ঐশ্বর্যের সাথে প্র‍্যাঙ্ক ও মজা করতে গিয়েই তার বিরাগভাজন হয়ে ওঠেন অভিনেতা।

একবার ঐশ্বর্য রায়ের সাথে রসিকতা করার সময় তিনি তার হাতে থুতু ফেলেন, এই একই কান্ড আগে তিনি ঘটিয়েছিলেন জুহির সাথে। আর এতেই চরম রেগে যান অভিনেত্রীরা। তবে এতেই সম্পর্ক শেষ হয়নি। একবার শ‍্যুট চলাকালীন ঐশ্বর্যের সাথে আমির খান খুব নোংরা রসিকতা করেছিলেন আর এই কারণে ঐশ্বর্য তার ওপর খুব রেগে যান‌। খুব সম্ভবত এই কারণেই আজ পর্যন্ত একসাথে কাজ করেননি বলিউডের মোস্ট পাওয়ারফুল দুই অভিনেতা অভিনেত্রী।

মিঠুনের কথায় সিনেমা থেকে হেমা মালিনীর দৃশ্য কেটে ফেলেছিলেন পরিচালক