বিনোদন ডেস্ক : একটা সময়ে ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের পর বর্তমানে শোবিজাঙ্গন থেকে দূরে আছেন অভিনেত্রী অনামিকা জুথি। সম্প্রতি সময়ে সংযুক্ত আরব আমিরাতে নিজের সেকেন্ড হোম গড়েছেন তিনি।
এরই মধ্যে শনিবার (৭ ডিসেম্বর) সকালে ৬৯ লাখ টাকার স্বর্ণসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন এই অভিনেত্রী। একই ফ্লাইট থেকে মোহাম্মদ রায়হান ইকবাল নামের আরও এক যাত্রীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ নিখাদ স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার টাকা। অনামিকা জুথী তার দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।
তবে ঘটনার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করছেন এই অভিনেত্রী। বিমানবন্দর থেকেই জুথি জানালেন, আটক করার মতো ঘটনা ঘটেনি। কিছু প্রয়োজনীয় পেপারে সাইন দিয়েই বাসায় ফিরছি।
অভিনেত্রী বলেন, ‘আটক করার মতো কিছু ঘটেনি। আমাকে নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে। কিছু স্বর্ণ আমার সাথে ছিল সেটার জন্য ট্যাক্স দিতে হয়েছে। প্রয়োজনীয় পেপারে সাইন হয়ে গেলেই বাসায় ফিরব। যেভাবে নিউজ হয়েছে তা দেখে আমি বিব্রত। পরিচিত সবাই ফোন করছেন। কিভাবে এত বড় ভুল তথ্য ছড়িয়েছে আমার জানা নেই। তবে বিষয়টা আমার জন্য সম্মানহানিকর হলো।’
এদিকে বিমানন্দর সূত্র জানায়, দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) যোগে দুবাই থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।