সাকিববিরোধী বিক্ষোভ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Asif

জুমবাংলা ডেস্ক : গেল ১৭ অক্টোবর দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের দেশে ফেরার খবরে মিরপুরে সাকিববিরোধীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ ঘটনার পর কোথাও কোথাও ছড়িয়ে পড়ে যে লোকজন জড়ো করায় আসিফ মাহমুদের ইন্ধন ছিল। একটি ভিডিও ভাইরাল হয়। তবে ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

Asif

শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ইন্ধনে কোথায় বলেছে সেটা আমি স্পষ্ট না। আমি একটি ভিডিও দেখেছি যেখানে একজন ছাত্র বলছিলেন ক্রীড়া উপদেষ্টা বলে গেছেন। আমি বিসিবিতে যখন প্রেস ব্রিফিং করি আমি বলেছিলাম আন্দোলন করা বা মত প্রকাশ করা সবার সাংবিধানিক অধিকার এবং এটাকে যদি কেউ মিসরিড করে বা মিসলিডিং কোনো বক্তব্য দেয় সেটার দায় কিন্তু আমার না।’

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ক্রীড়াঙ্গনে যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে, সে জন্য সাকিবকে আপাতত দেশে না আসার বিষয়ে বিসিবিকে পরামর্শ দিয়েছেন তিনি। বিসিবি সে অনুযায়ী সাকিবের সঙ্গে কথা বলেছে।

আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, এটা পুরো বিশ্ব জানে। ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সাকিব আল হাসানের সম্পৃক্ততা ছিল। এ কারণে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশও আমরা দেখেছি।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘আইসিসিও বিষয়গুলো জানে। এই বিষয়ে কোনো অফিশিয়াল (আনুষ্ঠানিক) কিছু জানানো হয়নি। কিছু জানানো হলে সেটি বিসিবিকে জানাবে তারা। আইসিসি থেকে কিছু বলার আগে কিছু বলতে পারছি না।’