বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য শেমলেস’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। পরে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।
অনসূয়া সেনগুপ্ত বলেন, আমি এই মুহূর্তে আনন্দে বিহ্বল। আমাকে কিছুটা সময় দিন। বাড়ি ফেরার আগে এর বেশি কিছু বলতে পারছি না। আশা করি বুঝবেন। খুব শিগগিরই একটা সাংবাদিক সম্মেলন হবে। তখন অনেক কিছু বলব। নিজের অনুভূতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে মুখিয়ে রয়েছি।
একজন যৌনকর্মীকে নিয়ে সাজানো হয়েছে ‘দ্য শেমলেস’ সিনেমার গল্প। এটি নির্মাণ করেছেন কনস্টানটিন বোজানভ।
সিনেমার গল্পে দেখা যাবে, দিল্লির একটি যৌনপল্লিতে এক পুলিশকে হত্যা করে একজন যৌনকর্মী ফেরারি হন। এখানে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া। তার চরিত্রের নাম ‘রেনুকা’।
প্রসঙ্গত, কলকাতাতেই বড় হয়েছেন অনসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।